কংগ্রেস নেতা আবদুল মান্নান বললেন ‘ মিম সাম্প্রদায়িক দল, এদের সঙ্গে কোনও জোট নয়’,
নিউজ ডেস্ক : – আগামী একুশে বিধানসভা নিবাচন নিয়ে পারদ ক্রমশ চড়ছে । গোটা রাজ্যেই এই একুশে .ভোট রাজনীতি নিয়ে প্রতিদিনই বাড়ছে বাক বিতন্ডা উত্তেজনা । চলছে আব্বাস সিদ্দিকী র সঙ্গে বাম কংগ্রেস এর জোট প্রক্রিয়া । বিধানসভা নির্বাচনে রাজ্যে জোট বেঁধে লড়ছে বাম-কংগ্রেস। সঙ্গী আবার ধর্মনিরপেক্ষ মনোভাবাপন্ন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। কিন্তু বেশ কয়েক দিন ধরেই শুরু হয়েছে নতুন জল্পনা। শোনা গিয়েছে, আসাদউদ্দিন ওয়েইসির মিমের সঙ্গে জোট করে ভোটে লড়াই করবে বাম-কংগ্রেস জোট৷ তবে সেই জল্পনায় ইতি টেনেছেন কংগ্রেস নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান৷ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে লড়াই করতে আর এক সাম্প্রদায়িক দলের সঙ্গে আমরা কোনওভাবেই হাত মেলাব না। কোনও পরিস্থিতিতেই মিমের মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট বাঁধবে না বাম-কংগ্রেস৷”
মিমকে সাম্প্রদায়িক দল বললেন কংগ্রেসের আব্দুল মান্নান । যখন বাম কংগ্রসের সঙ্গে আব্বাস সিদ্দিকী জোটের আলোচনা ,জোটের আসন নিয়ে আলোচনা করছেন এরকম সময়ে আঃ মান্নানের এই কথা জোট প্রক্রিয়া কে ধাক্কা দিবে মনে করছে রাজনৈতিক মহল ।
এছাড়াও বাম-কংগ্রেস আসন বণ্টন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “একটা বৈঠকেই তো সবটা সমাধান হওয়া সম্ভব নয়। আবারও বৈঠক হবে। সঠিক আসন বণ্টন না হলে যে কোনও একটা দলের ক্ষোভ থেকেই যাবে।” প্রসঙ্গত, শনিবার শান্তিনিকেতনে বিশ্বভারতীর অধ্যাপক এবং কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আবদুল মানান এবং সিপিএম (CPIM) নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যকে নিয়ে নতুন স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ প্রসঙ্গে মান্নানের প্রতিক্রিয়া , “একের পর এক স্লোগান ফেল করে যাচ্ছে তাই নতুন স্লোগান তৈরি করে বাজারে ছাড়া হচ্ছে। একই মালকে হকার যেমন বিভিন্ন নাম দিয়ে বিক্রি করে সেই রকম অবস্থা হয়েছে।
ছবি ও খবরের সুত্র :- সংবাদ প্রতিদিন