মাধ্যমিক পরীক্ষায় কান্দী মহুকুমায়, মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফলে সম্ভাব্য প্রথম – সোহাইল রহমান .প্রাপ্ত নম্বর ৭৩8.
নিউজ ডেস্ক ,অয়ন বাংলা নিউজ :- রাজ্যে মাধ্যমিকে মেধা তালিকায় কেউ না থাকলেও সেই খরা কাটিয়ে দিল মুর্শিদাবাদ এর ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আসিফ ইকবাল। এবার ২০২৩ হাই মাদ্রাসায় প্রথম হয়েছে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আশিক ইকবাল সে এবার ৮০০ নাম্বারের মধ্যে ৭৮০ নাম্বার গ্রহণ করে রাজ্যে প্রথম হয়েছে !
আবার ঐ স্কুলেরই ছাত্র সোহাইল রহমান ৮০০ এর মধ্যে ৭৩8 পেয়ে কান্দী মহুকুমায় প্রথম ।
মুর্শিদাবাদ জেলা থেকে এবার রাজ্যের মধ্যে প্রথম ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আশিক ইকবাল ,ঐ স্কুলের আরো এক ছাত্র সোহাইল রহমান কান্দী মহুকুমায় মাদ্রাসা বোর্ডের ছাত্রদের মধ্যে প্রথম ,প্রাপ্ত নম্বর ৭৩8.
কান্দী এলাকার পাব্বর্তীপুর,গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক প্রতিভাবান ছাত্র ।