দিলদার আলী,কুশমুন্ডি,দঃদিনাজপুর:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে চতুর্থ লকডাউনে নিরদেশিকা ছিলো মাক্স বধ্যতামুল বাড়ি বাইরে বরে হলে মাক্স পরে বের হতে হবে এদিন কুশমন্ডি থানার পুলিশ বুনিয়াদপু্রে কুশমন্ডি রাজ্য সড়েকে সাধারণ মানুষের মাক্স নেইতাদের বাড়িতে ফেরত পাঠান। বিশ্ব জুড়ে চলেছে করোনা মহামরি আর কুশমন্ডি থানা পুলিশ প্রশাসন নিজের জীবন ঝুকি নীয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে থাকছেন অতি নিষ্টা সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানালেন কুশমন্ডি বিধান সভা কনভেনার সুনির্মল জ্যাতি বিশ্বাস তিনি আরো বলেন কুশমন্ডি ব্লক প্রশাসন ও কুশমন্ডি স্বাস্থ্য কর্মী খুব ভাল কাজ করছেন তাদের ধন্যবাদ জানাই।
এই বিষয়ে এক ঔস্থানীয় বাসিন্দা জাবেদ মিয়াদাত জানান দেশ জুরে শুরু হয়েছে লোকডাউন আর এই লোকডাউন করোনা ভাইরাস আতঙ্গে কুশমন্ডি ব্লকে সাধারণ মানুষ যেন বার বার না হয়ে সে দিগে তাকিয়ে রয়েছে কুশমন্ডি পুলিশ প্রশাসন । আর কুশমন্ডি ব্লকে সাধারণ মানুষ মাক্স ছাড়া বাইক চালালে বাইক ও গাড়ি আটকে দিচ্ছেন কুশমন্ডি থানার পুলিশ এই উদ্যাগে কুশমন্ডি বাসী ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন ।।।