নিউজ ডেস্ক:- মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ভেঙ্গে বিজেপি সরকার গঠন করে । মূল ভুমিকায় ছিল মাধব রাও সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । ক্ষমতার লোভে অন্ধ হয়ে বিজেপি যোগদান করে কিন্তু সেই যোগদানের ফল সুদে আসলে তুলে নিচ্ছে কিন্তু টিকিয়ে রাখা যে বড় দায়। মাত্র সাড়ে তিন মাস আগে, কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । এর ফায়দা তিনি সুদে আসলে তুলে নিচ্ছেন । মধ্য প্রদেশে শিবরাজের মন্ত্রিসভায় তিন ভাগের এক ভাগ মন্ত্রী এখন সিন্ধিয়ার সমর্থক । শিবরাজ সিং চৌহান মন্ত্রিপরিষদের মোট নয়’জন সমর্থককে সিন্ধিয়া মন্ত্রীর পদে পেয়েছিলেন । আগে থেকেই তাঁর দু’জন সমর্থককে মন্ত্রী করা হয়েছিল। মুখ্যমন্ত্রী সহ মোট ৩৪ জন মন্ত্রীর তিন ভাগের এক ভাগ এখন সিন্ধিয়ার সমর্থক । তাঁর সাথে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া বিধায়করা ,এখনও যাঁরা মন্ত্রী হননি, তাঁদেরও নিয়ে চিন্তা-ভাবনা চলছে বলে জানা গেছে।
সবমিলিয়ে এখন রাজ্য মন্ত্রীসভার মোট ১৪ জন এমন মন্ত্রী রয়েছেন, যাঁদের পদ বজায় রাখতে হলে আগামী তিন মাসের মধ্যে অবশ্যই বিধানসভার সদস্য হতে হবে। কোনো রাজ্যের মন্ত্রিসভার ৪০ ভাগ মন্ত্রীই বিধায়ক নন, এই ঘটনা খুব সম্ভবত দেশের ইতিহাসে প্রথম ।
সিন্ধিয়ার সমর্থকরা ছাড়াও মন্ত্রিসভা সম্প্রসারণে কংগ্রেস থেকে বিজেপি যোগ দেওয়া আরও তিনজন প্রাক্তন বিধায়ককে মন্ত্রী করা হয়েছে। এই তিনজন’ই কংগ্রেস সিনিয়র নেতা দিগ্বিজয় সিংয়ের খুব কাছের ছিলেন বলে জানা যায় ।
এখন দেখার এই অবিধায়ক মন্ত্রীরা কি ভাবে জিতে আবার বিধায়ক হন ।