নিউজ ডেস্ক:- যত কান্ড যোগীর রাজ্যে । কিছুদিন আগে এক কিশোরীকে চিতাবাঘে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল উত্তরপ্রদেশের কুমায়ুনে। এবার উত্তরপ্রদেশেই বন্য জন্তুর শিকার হল এক নবজাতক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আগ্রা জেলার যোধাপুরা গ্রামে।
যোধপুরা গ্রামের পাশের একটি ফাঁকা এলাকাকে স্থানীয়রা শৌচালয় হিসেবে ব্যবহার করে থাকে। মঙ্গলবার রাতে শিল্পী চৌহান নামে এক মহিলা ওই মাঠে গিয়েছিলেন। হঠাৎই তাঁর প্রসব বেদনা ওঠে। মাঠেই প্রসব করেন তিনি। কিন্তু তিনি বাড়ি না ফেরার চিন্তায় পড়ে যান পরিবারের লোকেরা। তাঁরা মাঠে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন ওই শিল্পী। বোঝা যায় প্রসব করেছেন তিনি। কিন্তু বুধবার রাত অবধি খোঁজ চালিয়েও শিশুটির কোনও সন্ধান পাওয়া যায়নি। মনে করা হচ্ছে কোনও বন্য জন্তুর শিকারে পরিণত হয়েছে ওই নবজাতক। শিল্পীকে সঙ্গে সঙ্গে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
শিল্পী বলেছেন, মাঠে যাওয়ার পর তাঁর প্রসব বেদনা শুরু হয়। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। সন্তান জন্মের পরেই তিনি অজ্ঞান হয়ে যান। তারপর কী হয়েছে, তিনি কিছু জানেন না। দু’ঘণ্টা পরে তাঁর পরিবার তাঁকে খুঁজে পায়। কিন্তু নবজাতক সেখানে ছিলেন না। শিল্পীর স্বামী সুনীল চৌহান জানান, গ্রামের প্রতিটি বাড়িতে সরকারের দেওয়া টাকায় একটি টয়লেট তৈরি করা হয়েছে। তিনি তখন আর্থিক সহায়তার জন্য গ্রাম প্রধানের কাছে গিয়েছিলেন। তিনি বলেন আধার কার্ডে ঠিকানার গরমিল রয়েছে। তাই তিনি কোনওরকম সাহায্য পাননি। তিনি যোধপুরায় তাঁর পৈতৃক সম্পত্তির দলিলও দেখান। তার পরেও শৌচাগারটি নির্মিত হয়নি। যদি প্রশাসনের সহায়তা পেতেন, তাহলে হয়তো তাঁকে এভাবে তাঁর সন্তানকে হারাতে হত না।
সৌজন্য :- সংবাাদ প্রতিদিন