বিশিষ্ট সমাজ সেবির উপস্থিতে ও ধর্মদাস নস্করের অকাল মৃত্যু এবং কেশব নস্কর স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির ঢোসায়
মোমিন আলি লস্কর জয়নগর:-
মুমূর্ষু রোগীদের জন্য হাতচারা অভয়নগর গ্রামবাসীদের উদ্যোগে বৃহস্পতিবার এক রক্তদান শিবির আয়োজিত হয়।দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ঢোষা চন্দনেশ্বর অঞ্চলের হাতচারা অভয়নগর গ্রামের। রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য বর্তমানে রক্তের সংকট চলছে। মুমূর্ষু রোগীরা রক্তের অভাবে মরণাপন্ন।সেই সংকট মেটাতে হাতচারা অভয়নগর গ্রামবাসীদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
আজ ৩রা মাঘ বৃহস্পতিবার বিশিষ্ট সমাজ সেবিক সুদর্শন নস্কর উপস্থিতে কেশব নস্কর স্মৃতি গঙ্গা ও ধর্মদাস নস্কর অকাল মৃত্যু স্মৃতি রক্ষার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ১৯৮৭ সালে কেশব নস্কর এবং ধর্মদাস নস্কর উভয় পক্ষের প্রচেষ্টায় এবং ব্রাহ্মণ জ্ঞানেন্দ্র নাথ চক্রবর্তী,ও প্রশান্ত চক্রবর্তীর পূজা অর্চনার মধ্য দিয়ে ১৯৮৭সালে জানুয়ারী মাসে এই মহাশ্মশানের শুভ উদ্বোধন করেন।সেই দিন থেকে কেশব নস্কর স্মৃতি মহাশ্মশানের গঙ্গা নামে পরিচিত।
উপস্থিত ছিলেন কেশব নস্করের পুত্র সমাজ সেবিক সুদর্শন নস্কর, সমাজ সেবিকা শমিতা নস্কর, হাতচারা অভয়নগর গ্রামের সদস্য, ধর্মদাস পুত্র সুব্রত নস্কর,সহ একাধিক বিশিষ্ট গুরুজন নেতৃত্বেরা ।