ভরতপুরে আমলাই গ্রামে কবব দেওয়া কে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে বচসা। জখম চার।
জৈদুল সেখ, অয়ন বাংলা. ভরতপুর:-
শুক্রবার সাতসকালে মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানার অন্তর্গত আমলায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য বোমা এবং তীর-ধনুকের লড়াই আহত হয়েছেন চারজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানা ওসি রাজ মুখার্জী ও এসডিপিও মান বাংলা বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় রাস্তায় টহলদারি শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দীর্ঘদিন ধরে এলাকায় অবস্থান নিয়ে বিরোধ চলছে ওই পাড়ার মধ্যে মাছপাড়া এবং ভাটিপাড়ার মধ্যে শুক্রবার সকালে এক মহিলার সমাধিস্থ করার মধ্যে পোশাক তৈরি হয় তাকে কেন্দ্র করেই চলে তীর ধনুক এর লড়াই এবং বোমা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশকিছু তীরধনুক পাশাপাশি যাচ্ছে এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে এলাকায় ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা চলছে পুলিশের টহলদারি।
ভরতপুরে কবর স্থান দখল কে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ভরতপুরে কবর স্থান দখল কে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ব্যপক চাঞ্চল্য । দুই পক্ষের মধ্যে তীর ধনুক নিয়ে সংঘর্ষ। জখম এক। শুক্রবার সকালে এক বৃদ্ধাকে কবর দিতে গেলে মাঝপাড় ও বাটি পাড়ার মধ্যে প্রথমে বচসা হয় তা থেকেই দুই পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়। দুই পক্ষই তীর ধনুক নিয়ে এলাকায় সংঘর্ষ হয়। তীর বিদ্ধ হয়ে আহত হয়েছেন চার জন। আহতদের কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে এসডিপিও বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশকিছু তীরধনুক পাশাপাশি যাচ্ছে এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।