নিউজ ডেস্ক : -চুড়ান্ত অব্যাবস্থা উত্তর প্রদেশে এবার কংগ্রেস সভাপতিকে গৃহবন্দী করে রাখা হল উত্তরপ্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় কুমার লাল্লুকে গৃহবন্দী করে রাখা হয়েছে। জানালেন খোদ কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, তাঁদের দল হাথরসের ঘটনায় বিক্ষোভ করছে বলে তাঁকে ঘরের মধ্যে বন্দী রেখেছে যোগী সরকার। তিনি জানালেন, ‘এবারে যোগী আদিত্যনাথ সমস্ত সীমা লঙ্ঘন করে ফেললেন। অরাজকতা চলছে এরাজ্যে।’
বৃহস্পতিবার তিনি তাঁর বয়ানে জানালেন, ‘গতকাল রাত দেড়টায় পুলিশ আমার বাড়িতে এসেছিল। তারা আমার বাড়ির দরজা ভেঙে দেওয়ারও চেষ্টা করেছিল। সকালে ঘুম থেকে উঠে আমি তাদের জিজ্ঞাসা করি তারা আমার বাড়িতে কেন, তারা আমায় জানায় যে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। আমায় নাকি ৯ অক্টোবর লখনউয়ের হজরতগঞ্জ স্টেশনে হাজির হতে হবে। ভোর চারটের পরে আমাকে বলা হল যে আমি গৃহবন্দী রয়েছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কি ভুল? ইউপি সরকার কি কিছু আড়াল করতে চাইছে তবে? সরকার ভয় পাচ্ছে কেন? আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, রাহুলজী ও প্রিয়াঙ্কাজীকে বৃহস্পতিবার হাথরসে যাওয়া থেকে বাধা দেওয়া হল কেন? পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করল কেন? তারা আসলে রাহুল গান্ধীকে আঘাত করেনি। তারা মহিলাদের সম্মানকে আঘাত করেছে, যা রাহুলজী বাঁচানোর চেষ্টা করছেন।’
সৌজন্য :- আজকাল পত্রিকা