স্বাধীনতা দিবসে জোকায় ১৪৪ নম্বর ওয়ার্ডে দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর উদ্বোধন
পরিমল কর্মকার (কলকাতা) : স্বাধীনতা দিবসের দিন ১৫ আগস্ট জোকা স্কুল মাঠে “আমরা সবাই দুর্গোৎসব কমিটির” খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল আসন্ন শারদীয়া পূজার আগমনী বার্তা। ১৪৪ নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কো-অর্ডিনেটর শেফালী প্রামাণিকের নেতৃত্বে ও তৃণমূল নেতা শ্রীকুমার রায় চৌধুরীর উপস্থিতিতে এই অনুষ্ঠানের সূচনা হয় বলে জানান পূজা কমিটির কর্মকর্তারা।
এব্যাপারে শেফালী প্রামাণিক জানান, দুর্গাপূজা বাংলার মহোৎসব। তাই এই পুজোকে কেন্দ্র করে উৎসবের দিনগুলিতে জাতি-বর্ন-ধর্ম নির্বিশেষে সকল মানুষের মধ্যে মহামিলন ঘটে। প্রতিমা দর্শনের জন্য জনজোয়ারে প্লাবিত হয় বাংলার প্রতিটি পূজা মন্ডপ। তবে গতবারের মতো এবারেও করোনা বিধি মেনে পূজাগুলি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।