ওয়েব ডেস্ক:- দেশের অর্থনীতি উন্নতি করতে দরকার গরীবের হাতে টাকা । আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবে মোদি সরকার। তার আগে দেশের অর্থনীতি নিয়ে মুখ খুললেন সদ্য নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। পাশাপাশি দেশের অর্থনীতিকে কীভাবে পুনরায় চাঙ্গা করা যায়, সেবিষয়ে কেন্দ্রীয় সরকারকে বেশকিছু পরামর্শ দিলেন তিনি। অভিজিৎ বরাবরই বলে এসেছেন, ভারতীয় অর্থনীতিতে ঝিমুনি তৈরি হয়েছে মূলত চাহিদা কমে যাওয়ার কারণে। ফের সেদিকেই দৃষ্টি আকর্ষণ করে অভিজিৎ বলেন, এখন মানুষের হাতে টাকা নেই। ফলে বাজারে চাহিদা কমে গিয়েছে। ফলে শিল্পে উৎপাদনও কমে গিয়েছে। যার প্রভাব সরাসরি অর্থনীতিতে পড়ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের উচিত, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের হাতে টাকা তুলে দেওয়া। মানুষের হাতে টাকা এলে চাহিদা বাড়বে। ফের উৎপাদন বাড়বে এবং চাঙ্গা হবে দেশের অর্থনীতি। এবিষয়ে শ্রম নির্ভর শিল্পের ওপর বেশি গুরুত্ব দিতে বলছেন অভিজিৎ। উদাহরণ প্রসঙ্গে তিনি বলেন, ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ধসে যাওয়া অর্থনীতি ঠিক এভাবেই চাহিদা বাড়িয়েই চাঙ্গা করে তোলা হয়েছিল। দেশীয় অর্থনীতিতে বহুক্ষেত্রে শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন। কারণ বাজারে চাহিদার অভাবের কারণে কমে যাচ্ছে উৎপাদন। ফলে উৎপাদন মূল্য কমাতে জরুরি হয়ে পড়ছে কর্মী ছাঁটাই। সরকারের উচিত, যেকোনও প্রক্রিয়ায় দেশের চাকরির ক্ষেত্র তৈরি করা। বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদের করে ছাড় দেওয়া প্রয়োজন। এখন যেকোনও রকম ছাড় দিলেই তারা লুফে নেবে। বিনিয়োগ বাড়লে শিল্পক্ষেত্রগুলিও চাঙ্গা হবে। অর্থনীতিতে কিছুদিনের মধ্যেই উন্নতি লক্ষ্য করা যাবে।