ভারতের রুপি আর বাংলাদেশের টাকা কমে গিয়ে ব্যবধান ১৪ পয়সা! বাংলাদেশি টাকার চাপে দমবন্ধ অবস্থা ভারতীয় মুদ্রার

Spread the love

অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- ভারতের অথনৈতিক ব্যাবস্থা কি আই সি ইউ তে ঢোকার মুখে ।নমোর সিদ্ধান্তে কি ভারতের অথনৈতিক অবস্থা দিন দিন শোচনীয় হয়ে পড়ছে। ভারতের অর্থনীতি নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের চিন্তার অন্ত নেই। যতদিন যাচ্ছে টাকার দামের যে হারে হেরফের হচ্ছে তাতে পরিস্থিতি যে খুব একটা সুখকর নয়, তা বোঝা মোটেই দুষ্কর নয়। মাত্র ৩ দিন আগেই টাকার দামে রেকর্ড পতন ঘটে বাংলাদেশের টাকার প্রায় সমানে চলে আসে ভারতীয় মুদ্রা। এবার সেই ব্যবধান আরও কমল! এখন ভারতীয় মুদ্রা বাংলাদেশের টাকা থেকে মাত্র ১৪ পয়সা বেশি।
শেষ দিনেও ভারতের ১০০ টাকা বাংলাদেশের ১১৬ টাকা, অর্থাৎ ভারতবর্ষের ১ টাকার তুলনায় বাংলাদেশের মুদ্রার দাম মাত্র ১৬ পয়সা বেশি ছিল। এখন সেই পার্থক্য কমে হয়েছে ১৪ পয়সা। এখন ভারতের ১০০ রুপির দাম বাংলাদেশের টাকায় ১১৮। এখন বাংলাদেশের ১০০ টাকা দিলে ভারতে মিলছে ৮৬ রুপি। উল্লেখ্য, এই পরিস্থিতি ১৯৭১ সালের পর ফের একবার উদয় হয়েছে ভারতীয় অর্থনীতিতে। আর এতেই অশনি সংকেত দেখছেন অর্থ বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, এইভাবেই চলতে থাকলে আর কিছুদিনেই বাংলাদেশের সঙ্গে ভারতের টাকার মূল্য এক হয়ে যাবে!
প্রসঙ্গত, ভারতের সঙ্গে পাকিস্তানের টাকার পার্থক্যও কমতে কমতে দ্বিগুণ কিছুটা বেশিতে এসে ঠেকেছে, যা অতীতে আরও বেশি ছিল। এখন ভারতের ১০০ টাকা পাকিস্তানের ২২০ টাকার সমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.