*উন্নত প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের সূচনা বজবজ পুরসভার ১৫ ও ১০ নম্বর ওযার্ডে*
মিজস্ব সংবাদদাতা :- বজবজ পুরসভা এলাকায় আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে আজ বুধবার দুটি নতুন স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন হল। পুরসভার ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডে এই দুটি স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের সূচনা হল। নতুন দুই স্বাস্থ্যকেন্দ্রের নাম ‘পুর সুস্বাস্থ্যকেন্দ্র ১ ও ২’। এর আগে দুটি স্বাস্থ্যকেন্দ্র চালু হয়েছে ৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে। চালু হওয়া এই দুই স্বাস্থ্যকেন্দ্রের নাম ছিল ‘স্বাস্থ্যকেন্দ্র ১ ও ২’। বজবজ পুর এলাকার নাগরিকদের চিকিৎসরা জন্য এই ৪টি স্বাস্থ্যকেন্দ্র এলাকায় প্রথম ধাপের হাসপাতাল হিসেবে চিহ্নিত হয়েছে। এরপর আর ৪টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে বজবজে। প্রাথমিক চিকিৎসার উন্নত পরিষেবা মিলবে এখানে।
বজবজ পুরসভার ২০টি ওয়ার্ডে মোট ৪টি স্বাস্থ্যকেন্দ্রেই বিনামূল্যেই মিলবে চিকিৎসবা পরিষেবা। ১৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা অভিষেক সাউ বলেন, ‘গত এক বছর ১৫ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র চলছে স্থানীয় বলাকা সংঘ ক্লাবে। বুধবার উদ্ভোধনের পর নতুন ভবনেই মিলবে পরিষেবা। আশপাশের ওয়ার্ড তো বটেই পার্শ্ববর্তী মহেশতলার সীমান্তবর্তী ওয়ার্ড ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও এসে এখানে চিকিৎসা পরিষেবা নেন।‘
পুরসভার ১৫ ও ১০ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন হল ১১টা ও বিকেল ৫টায়। উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসনিক আধিকারিক ও চিকিৎসকরা। বজবজ পুরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত বলেন, ‘এই ২টি স্বাস্থ্যকেন্দ্র বজবজে প্রথম ধাপের হাসপাতাল হিসেব চিহ্নিত হয়েছে। প্রাথমিক ভাবে এখানে চিকিৎসা না হলে দ্বিতীয় স্তরের হাসাপাতাল বিদ্যাসাগর স্টেট জেনারেলে পাঠানো হবে। আরও বড় কোনও সমস্যা হলে তৃতীয় হাসপাতাল হিসেবে চিহ্নিত এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হবে। এই সুস্বাস্থ্যকেন্দ্রগুলিতে সমস্তরকম চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হবে।‘