এক নব্যকুসুমের পথযাত্রা
নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ মুসলিম সাইন্সেস’ নামক একটি সান্মাষিক ম্যাগাজিন তার পথ চলা শুরু করল। বছরে দুইবার প্রকাশ করার ইচ্ছা নিয়ে ম্যাগাজিনটা চলা শুরু করার উদ্দেশ্যই হল মুসলিমদের হারিয়ে যাওয়া বিজ্ঞানচর্চার দিনগুলির নতুন করে উন্মোচন। একইসঙ্গে বর্তমান যুগের বিজ্ঞানচর্চার দিকগুলিও উন্মোচন করা হবে।
ম্যাগাজিনটি প্রকাশ করেন দিল্লিস্থিত লেবাননের রাষ্ট্রদূত ইবনে রাবি নারিস। প্রকাশনা মঞ্চে উপস্থিত ছিলেন ম্যাগাজিনটির প্রধান সম্পাদক ডা. আওরঙ্গজেব আজমি (আ্য. প্রফেসর, আরবি বিভাগ, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়), তরুন, উদ্যমি আরিয়ান সুলতান (নির্বাহি সম্পাদক, ইন্টারন্যাশনাল এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা), মহর্ষি বাদরান ব্যাস (জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়), ডা. মহম্মদ আজমল (জেএনইউ)।
ম্যাগাজিনটি প্রথম সংখ্যা থেকেই জনপ্রিয়তা পেয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, আরব দেশসমূহে সমাদৃত হয়েছে। কারণ হল, ম্যাগাজিনটির দুই মলাটের মধ্যে ইংরেজি, আরবি, উর্দু, বাংলা, হিন্দি সব ভাষার লেখা স্থান পেয়েছে।o