নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,বহরমপুর:- খোলা চিঠি সাহিত্য পত্রিকার আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্রসদনে।
নাচ,গান,কবিতা আবৃত্তি,কবিদের স্বরচিত কবিতা পাঠে গোটা রবীন্দ্রসদনের প্রেক্ষাগৃহ ভরে উঠেছিল।মুলত খোলা চিঠির তারক দেবনাথ আর আমাদের সকলের প্রিয় শ্যামল ব্যার্নাজী উভয়ের পরিচালনায় এই আর্ন্তজাতিক সাহিত্য সম্মেলন অুনষ্ঠিত হয়।কবি শ্যামল সরকার,কবি আনসারুল ইসলাম,কবি শুভ্র মুখ্যোপাধ্যায় ,কবি শংকর দাস,কবি মীর আজিজুর রহমান,কবি মতিইর রহমান,সহ অনেক কবি কবিতা পাঠ করেন এবং সকল কবিদের স্মারক সম্মানে ভূষিত করা হয়।
i
এছাড়াও সুদূর বাংলাদেশ আগত কবি ও সাহিত্যিকদের উপস্থিতি এই সম্মেলনকে সমৃদ্ধি করে।মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র সৈয়দ মোস্তাফা সিরাজের পরিবারের খালেদ নৌমান গল্পকার আনসারউদ্দিন সহ এই জেলার অনেক কবি সাহিত্যিক তাদের সৃষ্টিকে তুলে ধরেন।দুপুরের আহারের সুব্যাবস্থা ও কবিদের মনোজ্ঞ আলোচনা এই সম্মেলনে উপস্থিত সকলে সমৃদ্ধ করে।