অন্তরঙ্গ নাট্য সন্ধ্যা – ২০২১
আনিসুর রহমান,কলকাতা : গত ২রা এবং ৩রা অক্টোবর প্রসেনিয়াম আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয় কোলকাতা রঙ্গশীর্ষ আয়োজিত ‘অন্তরঙ্গ নাট্য সন্ধ্যা’। দুদিনে মোট পাঁচটি ভিন্নধর্মী নাটক প্রদর্শিত হয় । এই নাট্য সন্ধ্যার প্রথম দিনে অর্থাৎ ২রা অক্টোবর শনিবার উপস্থাপিত হয় আড়িয়াদহ নাট্যপীঠ প্রযোজিত ও অসীম ভট্টাচার্য্য নির্দেশিত ও অভিনীত বিখ্যাত নাটক ‘বড়ে ভাই সাহাব’ এবং কোলকাতা রঙ্গশীর্ষ প্রযোজিত এবং মনোজিৎ মিত্র নির্দেশিত বহু প্রশংসিত নাটক ‘অন্য শকুন্তলা’, অভিনয়ে ছিলেন পৃথা ভট্টাচার্য্য, প্রীতি চৌধুরী এবং চিরঞ্জিত বড়াই। ৩রা অক্টোবর রবিবার অর্থাৎ এই অন্তরঙ্গ নাট্য সন্ধ্যার দ্বিতীয় তথা শেষ দিনে ছিল কোলকাতা রঙ্গশীর্ষ প্রযোজিত এবং পৃথা ভট্টাচার্য্য নির্দেশিত পরিচিত ও বিতর্কিত নাটক ‘ঘ্রাণ’, একক অভিনয়ে মনোজিৎ মিত্র ।
উক্ত নাট্য সন্ধ্যার দ্বিতীয় নাটক ছিল ব্যারাকপুর থিয়েটারওয়ালা প্রযোজিত এবং অর্নিশ কর্মকার নির্দেশিত ‘অভিসম্পাত’ এবং এই দুদিন ব্যাপী নাট্য সন্ধ্যার শেষ দিনে শেষ নাটক ছিল কোলকাতা রঙ্গশীর্ষের নতুন প্রযোজনা ‘কেকয় কন্যা’। রচনা অর্পিতা দাশগুপ্ত এবং নির্দেশনায় ছিলেন মনোজিৎ মিত্র । অভিনয়ে ছিলেন সৌরভ আচার্য্য, পৃথা ভট্টাচার্য্য এবং প্রীতি চৌধুরী । বৃষ্টিকে উপেক্ষা করেও দর্শকদের আগমন প্রমাণ করে যে বাংলা থিয়েটার আজও তার স্বতন্ত্রতা বজায় রাখতে সক্ষম হয়েছে ।