ওয়েব নিউজ:-যাদবপুর বিশ্ববিদ্যালয় বামেদের দখলেই থাকল ,ABVP একটি বিভাগে লড়াই দিলেই ,TMCP লড়তে পারল না।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে রেকর্ড ভোটে চারটে পদেই জিতেছে এস এফ আই। কোনোটায় প্রায় ১২০০ লিড, কোনওটায় প্রায় ৬৫০, কোনওটায় প্রায় ৮০০লিড, আর সান্ধ্য এজিএস ২৫০ প্লাস ভোটে জয়ী।
সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এও ভোট বাড়লো এসএফআই-এর। এসএফআইয়ের সর্বত্র ভোট বেড়েছে। যাদবপুরে আর্টস ফ্যাকাল্টিতে SFI জিতছে বিপুল ব্যবধানে… সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতেও এসএফআই এর ভোট বেড়েছে অনেকটাই। ABVP গতবছর NSF নামে দাঁড়িয়ে যে ভোট পেয়েছিলো, এই বছর ইঞ্জিনিয়ারিং-এ তার চেয়ে অনেকটাই কম ভোট পেয়েছে।ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঁচটি আসনে বিপুল ভোটে ডিএসএফ।
প্রথমে বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে প্রেসিডেন্সি দেখিয়ে দিয়েছে বাম ছাত্র ইউনিয়ন গণতন্ত্র রক্ষা করতে পারে। যাদবপুর আবার বুঝিয়ে দিল ছাত্রসংসদ নির্বাচনে বিভাজন ও দখলদারীর স্থান নেই।বিগত নির্বাচনেও SFI সায়েন্স-এ দ্বিতীয় আর ইঞ্জিনিয়ারিং এ তৃতীয় স্থানেই ছিলো।এবারে ভোটের সংখ্যা এই দুটি বিভাগে এসএফআই এর বেড়েছে।