বেহালায় ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে দক্ষিণ কলকাতা জেলা ক্লাব সেলের সহযোগিতায় ফুটবল লাভার্স এ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পূজা
পরিমল কর্মকার (কলকাতা) : দক্ষিণ কলকাতা জেলা বিজেপি ক্লাব সেলের সহযোগিতায় ও ফুটবল লাভার্স এ্যাসোসিয়েশনের পরিচালনায় বেহালায় ১২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সত্যেন রায় রোডে ১২ নভেম্বর (শুক্রবার) উদ্বোধন হলো জগদ্ধাত্রী পূজার। উদ্বোধন করেন ভারতের প্রাক্তন ফুটবলার তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে, ষষ্ঠী দুলে ও প্রদীপ পাল। বিগত ৩ বছর ধরে বেহালা অঞ্চলে এই পুজাটি ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এই পুজোর মূল উদ্যোক্তা বিজেপি ক্লাব সেলের কনভেনর তথা ফুটবল লাভার্স এ্যাসোসিয়েশনের কর্ণধার তরুণ দাস। তিনি জানান, বেহালায় ফুটবল লাভার্স এ্যাসোসিয়েশনটি ৩০ বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকে এখানে ২৭ বছর ধরে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে আসছিল। তারপর স্বরস্বতী পূজার পরিবর্তে বিগত ৩ বছর ধরে এখানেই জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তিনি আরও বলেন, এখানে ৪ দিন ধরে ধুমধামের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার এই পূজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে, ষষ্ঠী দুলে, প্রদীপ পাল, ভক্তি মণ্ডল, শীর্ষেন্দু ব্যানার্জী, মিহির মুখার্জী, অসিত দে, শুভাশিস কর, নিকি মেহেরা, ভোম্বল ঘোষ, প্রদীপ দেবনাথ, রাজেশ ঘোষ সহ বিশিষ্ঠ মানুষেরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকল বক্তাই তাদের বক্তব্যে ক্লাব সেলের কনভেনর তরুণ দাসের সাংগঠনিক দক্ষতা ও উদ্যমী ভূমিকার প্রশংসা করেন।