অয়ন বাংলা , ওয়েবডেস্ক:- আজ গোটা ভারত বর্ষে “জয় শ্রী রাম ” নিয়ে শুরু হয়েছে এক ন্যাক্কার জনক অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে । দিল্লীতেও এই রকম একটা ঘটনা ঘটল। জয় শ্রীরাম বলেননি। তাই উগ্রবাদীরা গাড়িচাপা দিয়ে জখম করার চেষ্টা করলো বছর চল্লিশের মৌলানা মোমিনকে। গাড়ির তিন আরোহীর কথামতো জয় শ্রীরাম বলতে না চাওয়ায় এই পরিণতি। দিল্লির রোহিনীর সেক্টর ২০-র কাছে একটি মাদ্রাসার শিক্ষক এই মৌলানা।
বৃহস্পতিবার সন্ধেয় এই ঘটনা ঘটেছে। গাড়িটির উইন্ডস্ক্রিনেও জয় শ্রীরাম লেখা ছিল। গাড়ির আরোহীরা হাত মিলিয়ে তাঁর কুশল জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর দয়ায় ভালো আছি। তারপরই তারা জয় শ্রীরাম বলতে বলে। তখনই গাড়ি দিয়ে তাঁকে ধাক্কা মারা হয়। তিনি ছিটকে পড়েন। তিনি অজ্ঞান হয়ে যান। পথচারীরা তাঁকে তুলে পুলিশকে খবর দেয়। ওই তিনজনের খোঁজে সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে।
এই জয় শ্রী রাম নিয়ে আজ বাংলাও ক্রমশ উত্তপ্ত হচ্ছে।
![](https://ayanbangla.in/wp-content/uploads/2022/06/tea.jpeg)
![](https://ayanbangla.in/wp-content/uploads/2022/05/Ads.jpeg)