১ . যায়তুন এর
ব্যবহার:—
বহুবিধ কাজের মধ্যে সবচেয়ে গুুরুত্বপূর্ণ 5 টি হলো—
A.ত্বকের পুঁড়ে যাওয়া , ছিঁড়ে যাওয়া , ক্ষত, কালো দাগ প্রভৃতি স্কিনের সমস্যায় নিয়মিত লাগালে দ্রুত ও অত্যন্ত ভালো ফল পাওয়া যায় ।
B.শিশুদের বা বাচ্চাদের স্কিনকে মোলায়েম ও সতেজ রাখতে; চুলকে ঘন ও কালো করতে দৈনিক ব্যবহার করুন ।
C. গাঁট বা মাংসপেশীর ব্যথাতে মালিশ করলে ব্যথার উপশম হয়।
D. হার্টের দুর্বলতা বা শিরা – উপশিরার কাঠিন্য কে দুর করতে দারুন সহায়তা করে । তাই , প্রেসার বা হার্টের রুগীরা নিয়মিত ৫-১০ মিলি (0.2% Acidity Medicinal ) যায়তুন খেতে পারেন । অথবা রান্নাতে বা স্যালাডে খাবেন ।
E. ক্রনিক আমাশয় , বা ক্রনস্ ডিজিজ , পেপটিক আলসার , অর্শ , পলিপ প্রভৃতি— অর্থাৎ দীর্ঘমেয়াদী পেটের সমস্যার রোগীরা অন্য সকল ইনফ্লামাটরি তেল বর্জন করে হিলিং (Healing) তেল যায়তুন ব্যবহার করলে বিশ্ময়কর ফলাফল পাবেন । দৈনিক ৫ – ১০ মিলি খালিপেটে (0.2% Acidity Medicinal ) যায়তুন খাবেন । রান্না বা স্যালাডে খাবেন।
F. বিভিন্ন স্কিন রাসে যেমন পক্স , হাম, সিন্জলস বা হার্পিস বা ব্যাকটেরিয়াল বা ফাংগাল ইনফেকশনে নির্দ্বিধায় লাগাবেন দিনে ২-৩ বার । রাস তো ভালো হবেই – উপরন্ত , ইনফেকশন কেটে যাওয়ার পর স্কিনে যে স্পট থাকে – সেটাও চলে যাবে অনায়াসে ।