নিজস্ব সংবাদদাতা ,মুর্শিদাবাদ:- মুশিদাবাদের কান্দী ব্লকের হিজল অঞ্চলে তাল দেওয়ার ঘটনার পর আবার একটি পঞ্চায়েত এ তালা পড়ল বিভিন্ন দাবি ও অর্ন্তকলহ এর জন্য। কাটমানি ইস্যুতে যখন তোলপাড় হয়েছে রাজ্যের পরিস্থিতি, কাঠগড়ায় তোলা হয়েছে শাসকদলের কর্মীদের, অস্বস্তি বেড়েছে তৃণমূলের৷ এবার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে খোদ অভিযোগ তুলল স্বয়ং উপপ্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা৷ বিজেপি লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮ টি আসন নিজেদের দখলে করে নেওয়ার পর থেকেই রাজনৈতিক পালাবদল অব্যাহত রয়েছে তৃণমূলের অন্দরে৷ দলের তরফে একের পর এক অনাস্থা প্রস্তাব আনা হয়েছে কাউন্সিলরদের বিরুদ্ধে৷ তেমনই এবার পঞ্চায়েত প্রধানের কাজে অসন্তুষ্ট হয়ে পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো উপপ্রধান সহ বাকি পঞ্চায়েত সদস্যরা৷
মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের খয়রামারি গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছে পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের। অভিযোগ, পঞ্চায়েত প্রধান সেলিনা বিবি ও তার স্বামী রফিকুল ইসলাম বাকি পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখেই পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম করছেন। প্রশাসনিক এবং দলীয় শীর্ষ স্তরে জানিয়েও কোন লাভ হয়নি।
এরই প্রতিবাদে মঙ্গলবার পঞ্চায়েত ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্য ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জলঙ্গি থানার পুলিশ।