সিএএ-এনপিআর ও এনআরসির বিরুদ্ধে নদিয়া জেলা জমিয়তে উলামায়ে হিন্দ জাতি ধর্ম বর্ন সকলকে নিয়ে ঐতিহাসিক সমাবেশ করলো

Spread the love

সিএএ-এনপিআর ও এনআরসির বিরুদ্ধে নদিয়া জেলা জমিয়তে উলামায়ে হিন্দ জাতি ধর্ম বর্ন সকলকে নিয়ে ঐতিহাসিক সমাবেশ করলো।

নিজস্ব সংবাদদাতা, অয়ন বাংলা:- আজ নদিয়া জেলা জমিয়তে উলামায়ে হিন্দ সিএএ-
এনপিআর ও এনআরসির বিরুদ্ধে হাজার হাজার হিন্দু মুসলিমদের নিয়ে ঐতিহাসিক সমাবেশ করলো।
সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনপিআর ও এনআরসির প্রতিবাদে এবার পথে নামল নদিয়া জেলার হিন্দু মুসলিম জমিয়ত প্রেমিকরা,
একই সঙ্গে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয় আজকের ঐতিহাসিক সভা থেকে।

রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক কারী শামসুদ্দিন আহমেদ সাহেব বলেন মোদী সরকারের নাগরিকত্ব আইন বিভেদের রাজনীতি বলে অভিযোগ করেন। তিনি বলেন বিজেপির এই দুর্নীতি সিএএ,এনপিআর,এনআরসি কিছুই এই গণতন্ত্র দেশে করা যাবেনা বলে পরিষ্কার ঘোষণা করেন।
মুর্শিদাবাদ জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হক সাহেব বলেন ‘ধর্মের ভিত্তিতে দেশভাগের যে চক্রান্ত তা নিয়ে আমরা
উদ্বিগ্ন। সিএএ-এনআরসির উদ্দেশ্য একটি নির্দিষ্ট
ধর্মকে বাদ দেওয়া যা খুবই দুর্ভাগ্যের।
আমরা ঐক্যবদ্ধ ভারতের পক্ষে। মুসলিম সম্প্রদায়কে নিশানা করা যাবে না ‘এইদেশ হিন্দু-মুসলিমরা অক্য বদ্ধ হয়ে ইংরেজদের কাছ থেকে নিজেদের অর্থ-সম্পদ জীবনকে উৎসর্গ করে ভারতকে স্বাধীন করেছে,
এই আইন প্রত্যাহার না করলে সারা ভারতবর্ষে আন্দোলন চলতেই থাকবে তাই বর্তমান শাসক মোদি সরকারের কাছে অনুরোধ করছি আপনি গণতন্ত্র দেশের রক্ষক,ভক্ষক নয়।
এদিকে লক্ষ্য করে মুসলিম অমুসলিম সকলকে নিয়ে চলার প্রয়াস করুন এবং আপনার এই অসংবিধানিক আইন কে প্রত্যাহার করে
দেশের মান অক্ষুন্ন রাখুন।

নদিয়া জমিয়তে উলামায়ে হিন্দের তরফ থেকে দেশে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়।
জমিয়ত সংগঠন মনে করে ভারতের সব ধর্মের মানুষের
সমান অধিকার রয়েছে। এই জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠন জাতি ধর্ম বর্ন সকলকে নিয়ে কুখ্যাত ইংরেজ শাষককে এই দেশ থেকে বিতাড়িত করে ভারত কে স্বাধীন করেছে।
এই গনতন্ত্র দেশের গনতন্ত্র সংবিধানকে কোন মতেই নষ্ট হতে দেওয়া যাবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.