অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- বিরোধী দলনেতা অধীর চৌধুরী জম্মু কাশ্মীর নিয়ে সোচ্চার হলেন। জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে ওই রাজ্যের বি জে পি সভাপতি করা উচিত বলে মন্তব্য করলেন ! রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের একটি টিম কাশ্মীর পর্যবেক্ষণ করতে গেলে তাদের ফেরত পাঠানো ও রাজ্যপাল সত্যপাল মালিকের কথোপকথন নিয়ে বলতে গিয়ে কটাক্ষের সুরে এমনই মন্তব্য করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরি। সংবাদ সংস্থা এএনআই’কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জম্মু ও কাশ্মীরের রাজ্যপালকে ওই রাজ্যের বিজেপি সভাপতি করা উচিত। কারণ, তাঁর কথা ও বিবৃতি বিজেপি নেতাদের সাথেই খাপ খাচ্ছে। একজন রাজ্যপাল যেভাবে কথা বলছেন তা তার সাংবিধানিক ঐতিহ্যের সঙ্গে বেমানান।” তিনি রাহুল গান্ধীকে ফেরত পাঠানোর প্রসঙ্গে বলেন,” জম্মু ও কাশ্মীরের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ। মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। যাঁরা ওখানে যেতে চান তাঁদেরকেও যেতে দেওয়া হচ্ছে না।”