অয়ন বাংলা,নিজস্ব সংবাদদাতা :- জঙ্গীপুর লোকসভা কেন্দ্রে জোর কদমে প্রচার চলছে।কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুর্খাজী তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এস ডি পি আই প্রার্থী তায়েদুল ইসলাম সহ ওয়েল ফেয়ার পার্টি ড ইলিয়াস গোটা জঙ্গিপুর লোকসভা এলাকা চষে বেড়াচ্ছেন।
আজ রঘুনাথগঞ্জ ব্লকের কুলগাছি বড়তলায় ওয়েলফেয়ার পার্টির সভায় বক্তব্য রাখছেন ওয়েলফেয়ার পার্টির সর্বভারতীয় সভাপতি তথা জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডঃSQR ইলিয়াস এবং কেন্দ্রীয় সম্পাদক রাশিদ হোসেন। এছাড়াও ভোট প্রচারে ছিলেন ফ্র্টারনিটি মুভমেন্ট এর রাজ্য সভাপতি আরাফাত আলি,রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী,বিশিষ্ট লেখক এম.এ.হান্নান,মাসুদ হাসান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।গোটা জঙ্গিপুর এলাকায় রাজ্য সংগঠনের নেতারা ভোটের প্রচারে।