জাপান বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে নিরাপদ ও মর্যাদার সাথে প্রত্যাবাসন সমর্থন করে :
এম. ইউছুফ, অয়ন বাংলা ,ঢাকা :
জাপান বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত তাদের দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদার সাথে প্রত্যাবাসন সমর্থন করে। মঙ্গলবার (৫ নভেম্বর) রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়ে বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নওকি ইতো এ কথা বলেন।
জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে এ পরিস্থিতিতে যারা ভুগছেন তাদের সবার প্রতি আমাদের হাত বাড়িয়ে দিতে জাপান ও তার জনগণ দ্বিধা করবে না।’ রাষ্ট্রদূত জানান, তারা রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদার সাথে ‘দ্রুত প্রত্যাবাসন’ বাস্তবায়নের লক্ষ্যে তাদের পাশে আছেন।
২০১৭ সালের আগস্টে বাংলাদেশ বিপুল সংখ্যক মানুষের আগমন শুরুর পর উদ্বাস্তু শিবির ও স্থানীয়দের খাদ্য, আশ্রয়, চিকিৎসা সেবা ও মানবসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিতে জাপান আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলোকে মোটামুটি ৯৯ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার মঞ্জুর করেছে বলে ঢাকার জাপানি দূতাবাস জানান।
জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘শিবিরগুলোর লোকজনের চারপাশের পরিস্থিতি যা আমি এই মাত্র দেখলাম তা অত্যন্ত মারাত্মক,’। বাস্তুচ্যুত মানুষদের সাহায্যের জন্য এমন অত্যন্ত মারাত্মক পরিস্থিতিতেও নিজেদের নিবেদিত করা আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলোর কর্মীদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
রাষ্ট্রদূত রোহিঙ্গা শিবিরগুলোতে পানি সরবরাহ ব্যবস্থা, স্বাস্থ্য ক্লিনিক, পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা, ই-ভাউচার বিতরণকেন্দ্র, নারীদের পরিচালিত কমিউনিটি সেন্টার, শিক্ষাকেন্দ্র ও নিবন্ধনকেন্দ্র পরিদর্শন করেন