নিউজ ডেস্ক, জয়পুর: ফের জয় শ্রীরাম না বলায় হেনস্থার মুখে পড়তে হল এক মুসলিম দম্পতিকে৷ রাজস্থানের অলওয়ারে এই ঘটনা ঘটেছে৷ শুধু হেনস্থাই নয়, ওই মহিলার সামনে রীতিমত অশ্লীল অঙ্গভঙ্গী করা হয় বলেও অভিযোগ৷
স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শনিবার ওই দম্পতি অলওয়ার বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়ে ছিলেন৷ তখনই বাইকে করে দুই যুবক আসে তাদের সামনে৷ প্রথম থেকেই অশ্রাব্য ভাষায় কথা বলতে থাকে ওই দম্পতির সঙ্গে৷ জোর করা হয় জয় শ্রীরাম বলার জন্য৷ দাঁড়িয়ে থাকা মহিলার সঙ্গে অভব্য আচরণ করা হয় বলেও অভিযোগ৷
ওই দুই যুবকের পরিচয় বের করে তাদের গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের নাম বংশ ভরদ্বাজ (২৩) ও সুরেন্দ্র মোহন ভাটিয়া (৩২)৷ অলওয়ার পুলিশ এদের গ্রেফতার করে৷ আদালতে তোলা হলে ১৮ই অক্টোবর পর্যন্ত এদের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়৷ এদের শারীরিক পরীক্ষাও করা হয়৷ দেখা গিয়েছে ওই ঘটনা ঘটানোর সময় ভাটিয়া মদ্যপ অবস্থায় ছিল৷
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৫৪এ, ৩৮৬, ২৯৫ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ জোর করে জয় শ্রী রাম বলানো নিয়ে একাধিক ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে৷ জুলাই মাসেই ঝাড়খন্ডের মন্ত্রী এক মুসলিম বিধায়ককে ‘জয় শ্রীরাম’ উচ্চারণে বারবার জোর করেন৷ সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিকরাও৷ এবং ক্যামেরায় মুহূর্তে সেই বিষয়টি বন্দি হয়ে যায়৷
সেই ভিডিও এবং অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী সি পি সিং এবং এক কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি বিধানসভার বাইরে দাঁড়িয়েছিলেন৷ তাঁদের ঘিরেছিল ক্যামেরাম্যান৷ ভিডিওতে দেখা যায় আনসারির কাঁধে হাত রেখেছেন সি পি সিং এবং তাঁকে বলতে বলছেন, একবার জোর সে জয় শ্রীরাম বলিয়ে (জোরে জয় শ্রীরাম বলুন)৷ ওই বিধায়কের হাতে লাল সুতো দেখা যায়, যা তিনি ক্যামেরার সামনে দেখানও (সাধারণত হিন্দু পুরোহিতদের হাতে এটি দেখা যায়)৷