জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল ও মগরা হাট পূর্বের বিধায়ীকা নমিতা সাহা বাংলার মোড় মুক্তি সংঘের ক্লাবের উন্নয়নের প্রতিজ্ঞা বদ্ধক
মোমিন আলি লস্কর জয়নগর;-
সংসদ প্রতিমা মন্ডল কথা দিয়ে কথা রাখেন।এবছর বাংলার মোড় মুক্তি সংঘের পক্ষথেকে সাংসদের কাছে মাঠের গ্যালারির ব্যবস্থা জন্য আবেদন।দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসত অঞ্চলের পদ্মের হাট বাংলার মোড় মুক্তি সংঘের উদ্যোগে রবার বল খেলার টুর্নামেন্ট আজ সুশৃংখলার মধ্য দিয়ে সমাপ্ত হলো । বাংলার মোড় মুক্তি সংঘের তাদের এই টুর্নামেন্ট 35 বছরে পদার্পণ করল। জয়নগর কেন্দ্রের দুইবারের জয়ী সংসদ শ্রীমতি প্রতিমা মন্ডল ও মগরা হাট পূর্ব বিধান সভার বিধায়ীকা নমিতা সাহা এই রবার বল টুর্নামেন্ট পায়ে কিক করে শুভ উদ্বোধন করেন। মানুষ বাঁচতে গেলে শিক্ষা যেমন প্রয়োজন তেমনি খেলা ধুলার প্রয়োজন।খেলা ধুলা মানুষ মধ্যে মিল বন্ধনের মিলন ক্ষেত্র তৈরি করে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মুল কান্ডারী এবং মানব শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কে সুস্থ্য সবলতা শান্তির বিস্তার লাভ করে। বাংলার মোড় মুক্তি সংঘের ক্রিড়া সম্পাদক আনোয়ার হোসেন মল্লিক এর উদ্দগ্যে ক্লাব সম্পাদক ও ক্লাব সভাপতি ইলিয়াস সরদারের এবং সমস্ত সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় মানুষের মধ্যে মিল বন্ধের মিলন উৎসব হিসাবে বাংলার মোড় মুক্তি সংঘের মাঠে রবার বল টুর্নামেন্ট আয়োজন করেছেন। এই টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করেন। বাংলার মোড় মুক্তি সংঘের রবার বল খেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগর কেন্দ্রের সংসদ প্রতিমা মন্ডল ও মগরা হাট পূর্ব বিধান সভার বিধায়ীকা নমিতা সাহা। জয়নগর কেন্দ্রের সংসদ প্রতিমা মন্ডল এই রবার বল টুর্নামেন্ট শুভ উদ্বোধন উপস্থিত হয়ে বলেন প্রতিবছর বাংলার মোড় মুক্তি সংঘের পক্ষথেকে সম্পাদক জাহাঙ্গীর লস্কর আমাকে তাদের এই মহতী অনুষ্টানে আমাকে এবং আমার পিয়ে জেলা পরিষদের সদস্য খাঁন জিয়ারুল হক কে আমন্ত্রণ জানায় ।আমার বাংলার মোড় মুক্তি সংঘের ক্লাবের সম্পাদক জাহাঙ্গীর লস্করের কথা আমি কোন দিন ফেলতে পারিনা ।তাই যত ব্যাস্ততা আমার থাকনা কেন আমি সব ব্যাস্ততা বাদ দিয়ে আমার প্রিয় মুক্তি সংঘের সম্পাদকের কথা মাথায় রেখে ছুটে আসি বাংলার মোড় মুক্তি সংঘের অনুষ্টানে।
মুক্তি সংঘের ক্লাবের উন্নয়নের বিষয় সাংবাদিক প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গতবছর ক্লাবের সম্পাদক অর্থাৎ আমার প্রিয় জাঙ্গির লস্কর ভাই কয়েক টি দাবি আমার কাছে রেখে ছিলেন।তা আমি দাবি গুলো পূরন করতে পেরেছি। মুক্তি সংগ্রামের সদস্যরা যা না আনন্দের আনন্দিত হয়েছে তাদের এই দাবি পূরণের ক্ষেত্রে তার চেয়ে বেশি আমি আনন্দিত হয়েছি তাদের দাবি মত কাজ গুলি পূরন করে।আমি আশাকরি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাংলার মোড় মুক্তি সংঘের আরো উন্নত মুলক যাতে যায় তাহার জন্য প্রার্থনা করি।আমি সদাসর্বদা এই ক্লাবের পাশে আছি এবং থাকবো ।যদি ক্লাবের প্রক্ষথেকে আমার কাছে কিছু চাহিদা থাকে তাহলে আমি তা যথা সম্ভব চেষ্টা করবো আমার এম পি কথা থেকে করে দেওয়া। মগরা হাট পূর্ব বিধান সভার বিধায়ীকা নমিতা সাহা অনুষ্টানে উপস্থি হয়ে বলেন যদি এই ক্লাব সরকারি ভাবে কোন সুযোগ সুবিধা না পেয়ে থাকে তথাপি এই ক্লাব পক্ষ আমার সঙ্গে যোগাযোগ করলে আমি নিজে আমার সংসদ প্রতিমা মন্ডল দিদিকে বলে যাহাতে সরকারি সুবিধা পাইয়ে দেওয়া যায় তা আমি চেষ্টা করবো। টুর্নামেন্টের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক রবার বল খেলার দেখার শ্রতা জানায় বর্তমান পরিস্থিতিতে মুক্তি সংঘের যে খেলা পাঠ রয়েছে তা অযগ্যপূর্ণ মাঠ ।কারণ চারিদিকে যে হারে দর্শকের ভিড় মানুষ সঠিকভাবে এই টুর্নামেন্ট খেলার উপভোগ করতে ভীষণ অসুবিধা হচ্ছে তাই দর্শকে পক্ষ থেকে আমি মাননীয় সাংসদ প্রতিমা মন্ডল এবং মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা। কাছে কাতর ভাবে আবেদন করছি যাহাতে দর্শকেরা এইরকম সুশৃংখল ভাবে খেলা পরিদর্শন করতে পারে তার সুব্যবস্থা করার জন্য আবেদন রাখছি। দক্ষিণ বারাসাত অঞ্চলের উপপ্রধান গিয়াস উদ্দিন লস্কর বলেন বর্তমান পরিস্থিতি খেলার মাঠটি খুব সংকীর্ণ তাই আমি উপপ্রধান হয়ে সংসদের কাছে কাতর ভাবে অনুরোধ করছি যাতে পরবর্তী দিনে শ্রোতারা আমাদের এই মাঠে ভালোভাবে এই টুর্নামেন্ট দেখতে পায় তার জন্য সংসদ কাছে মাঠের চারিদিকে গ্যালারির ব্যবস্থা করার জন্য আবেদন রাখছি। সর্বশেষ এই ক্লাবের ক্রিয়া সম্পাদন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন*†শিক্ষা মানুষের মানুষত্ব দান করে ঠিক তদ্রূপ খেলাধুলাও মানুষের মনকে উৎফলিত মধ্য দিয়ে মত বিভেদ ভুলে সমাজকে সুসজ্জিত রাখে। খেলা হল মানুষের মিল বন্ধনের ক্ষেত্রস্থল। তিনি বলেন আমরা দীর্ঘ ৩৫ বছর বাংলার মোড় মুক্তি সংঘের পক্ষথেকে রক্তদান, শীতের বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান, এবং রবার বল টুর্নামেন্ট করে থাকি। কিন্তু দুক্ষের বিষয় আমরা আজ পর্যন্ত কোন সরকারী অনুদান পাইনা ।তাই সংঘের ক্রিয়া সম্পাদক হয়ে সংসদের কাছে আবেদন রাখছি পরবর্তী সময়ে যদি আমাদের সাথে থেকে ক্লাব এই ক্লাবটি আরো কিভাবে ডেভলমেন্ট করা যায় তাহা সরকারি সহযোগিতা করার জন্য সাংসদের কাছে প্রার্থনা করছি।আরো আকর্ষণ করছি বর্তমান যুগে আমাদের যে মাঠে টুর্নামেন্ট টি অনুষ্ঠিত হচ্ছে তা খুব সংকীর্ণ। এর জন্য সংসদ শ্রীমতি প্রতিমা মন্ডল এর কাছে আমার অনুরোধ যাহাতে শ্রোতা মন্ডলীরা সুষ্ঠুভাবে আমাদের মাঠে এই টুর্নামেন্ট পরবর্তীকালে ভালোভাবে দেখতে পায় তাহার সুব্যবস্থা করার জন্য আমি ক্রিয়াসম্পাদক হয়ে সংসদের কাছে আবেদন রাখছি। আবেদন টি আমাদের মাঠের চারদিকে গ্যালারির ব্যবস্থা করে দেয়ার জন্য আবেদন রাখলাম।