ওয়েব ডেস্ক,দিল্লী:- আক্রান্ত জে এন ইউ, ফের গেরুয়া হামলার নিশানায় দিল্লির জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়। বরাবরই গেরুয়া বাহিনীর ‘টার্গেটে’ থাকে জেএনইউ। এবারের অভিযোগ আরও মারাত্মক। জেএনইউ-এর বাম ছাত্র সংসদের অভিযোগ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের এবিভিপি-র গুন্ডারা ব্যাপক সংখ্যায় লোহার রড নিয়ে হামলা চালায় বিশ্ববিদ্যালয়ে। রবিবার সন্ধ্যার এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে।
এরপরই তারা নিশানা করে ছাত্র সংসদের প্রতিনিধিদের। রীতিমতো লোহার রড দিয়ে মারা হয় পড়ুয়াদের। বাদ যাননি ছাত্র সংসদের সভাপতি, বাংলার মেয়ে ঐশী ঘোষও। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় অনেকের। রক্তাক্ত অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা নীরব দর্শকের ভূমিকা পালন করে বলেও অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, হামলার সময় ছাত্রীরা সবরমতী হোস্টেলের মহিলা শাখায় গিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করেন। সেইসময় আক্রমণকারীরা গোটা করিডরে ভাঙচুর চালায়। বাইরের কার পার্কিংয়েও চালানো হয় ভাঙচুর। গোটা ঘটনাটিকে জেএইইউ-তে এমারজেন্সি বলে ট্যুইটারে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।
ছাত্রসংসদের দাবি, মুখে মুখোশ পরে হামলা চালিয়েছে আক্রমণকারীরা। এবিভিপি’র লুম্পেন বাহিনীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ। জেএনইউ কর্তৃপক্ষ এবং এবিভিপি’র বিরুদ্ধে প্রতিবাদের স্বর আরও জোরালো করার আহ্বান জানিয়েছে ছাত্রসংসদ। ফি বৃদ্ধি-সহ কর্তৃপক্ষের একাধিক ছাত্রবিরোধী নীতির অভিযোগ তুলে এক মাসেরও বেশি সময় ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে জেএনইউ’র ছাত্রছাত্রীরা। তাঁদের ঐক্যবদ্ধ আন্দোলন দমাতে এর আগেও একাধিক হামলা চালিয়েছে কর্তৃপক্ষ, পড়ুয়াদের একাংশের অভিযোগ এমনই।
সৌজন্য :- এই সময়