জোকা-তারাতলা মেট্রো’র লাইন পাতার কাজ শুরু হচ্ছে শীঘ্রই, আগামী ৬ মাসের মধ্যেই চলবে মেট্রোরেল
পরিমল কর্মকার (কলকাতা) : শীঘ্রই শুরু হচ্ছে জোকা-তারাতলা মেট্রো’র লাইন পাতার কাজ। সূত্রের খবর, ছত্রিশগড় থেকে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে ইস্পাতের লাইন। তাই আগামী ৬ মাসের মধ্যেই চলবে মেট্রোরেল, এমনই দাবি মেট্রো কতৃপক্ষের।
জানা গিয়েছে, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো’র স্টেশন বিল্ডিং নির্মানের কাজ আপাতত: শেষ। এবার এই পথে শুরু হচ্ছে লাইন পাতার কাজ। সূত্রের খবর, এই ১০ কিমি: পথের জন্য ইতিমধ্যেই ইস্পাতের লাইন এসে গিয়েছে। এই ১৩০০ মেট্রিক টন ওজনের লাইনগুলি সোমবার রাখা হয়েছে হাওড়ার শালিমার ও জোকা মেট্রো ডিপোর কাস্টিং ইয়ার্ডে।