দলিত কন্যা মনীষা বাল্মীকিকে হত্যার প্রতিবাদে সাংবাদিকদের ধিক্কার সভা বেহালায়
পরিমল কর্মকার,অয়ন বাংলা , (কলকাতা) : – উত্তর প্রদেশের হাথরসে দলিত কন্যা মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে তাঁকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সোমবার (৫ অক্টোবর) বেহালায় ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছেই সাংবাদিকদের উদ্যোগেএকটি ধিক্কার সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বেহালা সহ দক্ষিণ শহরতলীর সাংবাদিকেরা সামিল হন।
সভার শুরুতে সাংবাদিকেরা মনীষা বাল্মীকির ছবিতে মাল্যদান করেন। এরপর মোমবাতি প্রজ্বলন করে শোক প্রকাশ ও তাঁর আত্মার শান্তি কামনা করেন তারা। এই সভায় উপস্থিত সাংবাদিকেরা দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি তোলেন।
এদিনের এই ধিক্কার সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দন সেনগুপ্ত, সন্দীপ প্রামাণিক, পরিমল কর্মকার, রমেশ রায়, সমীর মণ্ডল, বিদ্যুৎ মিত্র, শৌভিক সরকার, জয় গুহ, স্বপন নস্কর, সুমন ভৌমিক, ফিরোজ আলম, সুদীপ কুমার দাস , আলোক গুপ্তা, জগদীশ যাদব, দেবাশীষ ভট্টাচার্য্য প্রমুখ।