অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- নবান্নে ডেকে ছিলেন জুনিয়ার ডাক্তারদের ,কিন্তু জুনিয়ার ডাক্তাররা সাংবাদিক ডেকে ঘোষণা করেছিলেন যে তারা নবান্নে যাচ্ছে না । সকাল থেকেই জল্পনা চলছিল। জুনিয়র ডাক্তাররা নবান্নে আসবেন নাকি এড়ি্য়ে যাবেন মুখ্যমন্ত্রীর ডাক? যদিও বেলা বাড়তেই সেই ডাক উপেক্ষা করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় নবান্নে মমতার সঙ্গে বৈঠকে যাবেন না তারা। এরপর, গোটা বিষয়টি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে বসেন মমতা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের মাঝেই হঠাৎ মমতাকে বলতে শোনা গেল, ‘আপনারা একটু অপেক্ষা করুন কয়েকজন জুনিয়র ডাক্তার এসেছে দেখা করতে।’ জানা গেল সত্যিই কয়েজন জুনিয়র ডাক্তার এসেছেন মমতার সঙ্গে দেখা করতে। তবে এঁরা আন্দোলনরত ডাক্তার নন, কাজে যোগ দিতে ইচ্ছুক জুনিয়র ডাক্তার এঁরা।
কিন্তু সমস্যার সমাধান কোথায় ,মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আবার রোগী মৃত্যু ,মেদিনীপুর মেডিক্যালে বিনা চিকিৎসায় শিশু মৃত্য । ক্রমশ জন মানসে বাড়ছে ক্ষোভ কিন্তু সমাধান জোথায়।