অমাবশ্যার জমাট অন্ধকার ,
নিঝুম নিশুতি রাতের বির্দীণ আকাশ!
ধেয়ে আসা উল্কাপিন্ড ,লেলিহান আগুনের শিখা আজ জ্বলছে।
আকাশ বাতাস ,সাগর মহাসাগর ,আসমুদ্র হিমাচল ,শুধুই জ্বলছে।
সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ গ্রাম শহর থেকে মেট্র শহর ,সংসদ ,ট্রাম বাস ট্রেন থেকে চারচাকা মন্ত্রীদের গাড়িতে।
জাত পাত ,দূর্ণীতি ,মানবতা হারিয়ে আজ দূর্গন্ধ চারিদিকে।
- হলকা বাতাসে পোড়া লাসের গন্ধ,ধর্ষণের কঙ্কাল,রাতপরির আর্তচিৎকার শোষণ ,তোষণ সমকামিতা পরকীয়া সমাজ আজ বিপন্ন ।
আজ যে বড় দুঃসময় ।u