কমল হাসানের মন্তব্যে বিতর্কের ঝড় দেশের প্রথম জঙ্গিই ছিল এক হিন্দু

Spread the love

নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- আবার বির্তকে জড়ালেন অভিনতা কমল হাসান ‘স্বাধীন ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু ছিলেন। আর তাঁর নাম নাথুরাম গডসে।’ তামিলনাড়ুতে নিজের দলের হয়ে প্রচারের ফাঁকে এমনই বক্তব্য রাখেন কমল হাসান। অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা এই জনপ্রিয় নায়কের এমন বক্তব্য ঘিরে রীতিমত বিতর্কের ঝড় উঠেছে ভোট রাজনীতির মধ্যেই।এদিনের সভায় কমল বলেন, ‘এটি মুসলিম অধ্যুষিত এলাকা বলে বলছি না। ওরা (বিরোধী) আমায় আক্রমণ করেছিল , কারণ আমি বলেছিলাম ভারতে হিন্দপ কট্টরপন্থা রয়েছে। আমি বলছি স্বাধীন ভারতরে প্রথম জঙ্গিই ছিল একজন হিন্দু। তাঁর নাম নাথুরাম গডসে। সেখান থেকেই সব শুরু। আর আমরা চাইছি এমন এক ভারত ,যা সবার জন্য সমান।এদিনের সভায় কমল হাসান বলেন, ‘আমি বলেছি সন্ত্রাসবাদ ভুল। হিন্দু বোক বা মুসলিম সমস্ত ধর্মেই হিংসা বরদাস্ত করা হয় না। কোনও ধর্মই হিংসার কথা বলে না।’ আজ গোটা দেশে ভোট রাজনীতির বক্তব্যে সমালোচনার ঝড় বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.