রেশনিং ব্যবস্থা সঠিকভাবে বণ্টন করতে সরাসরি পরিদর্শনে নামলেন কান্দী থানার আই সি অরূপ কুমার রায়
জৈদুল সেখ,অয়ন বাংলা , কান্দী, মুর্শিদাবাদ
গত মাসে রেশন ব্যবস্থা নিয়ে জেলাজুড়ি কার্ডের ধরণ অনুযায়ী বিভ্রান্তি তৈরি হয়েছিল, কোথায় বা লক ডাউন ভঙ্গ করে লম্ভা লাইন ছিল,
এবার মে মাসে রেশন ব্যবস্থায় রাজ্য সরকারের নির্দেশে কিছুটা পরিবর্তন আনা হয়েছে,
ফলে আজ কান্দীর হাটপাড়ার রেশন ডিলার মনিরুদ্দীনের রেশন দোকানে একদিকে লম্বা লাইন অন্যদিকে কার্ডের ধরণ অনুযায়ী রেশন ব্যবস্থায় বিভ্রান্ত সৃষ্টি হয়।
তাকে সুষ্ঠ ভাবে বন্টন করতে সরাসরি পথে নেমে মানুষের কাছে পৌঁছালেন এবং বুঝালেন কান্দী থানার আই সি অরূপ কুমার রায় এবং গোকর্ণ ফাড়ির ইনচার্জ মেসের আলী সহ বিশাল পুলিশ বাহিনী।
এদিক আই সি বলেন ” সরকারি নির্দেশ অনুযায়ী আপনারা সকলেই যে যার রেশন পাবেন কার্ডের ধরণ অনুযায়ী, যদিওআপনারা তা না পান বা ডিলার দিতে অস্বীকার করে তাহলে আপনারা আমাদের কাছে অভিযোগ জমা করবেন, আমরা ব্যবস্থা নেব। ”
যদিও সে রকম লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তবে রেশন ডিলার বলে মানুষ কার্ড অনুযায়ী বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আর কিছু না