কান্দী মহূকুমা হাসপাতালে ডাক্তারের গাফিলতি রাস্তায় টুকটুকিতে বাচ্চা প্রসব,রোগীর আত্মীয়দের ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা,কান্দী :- গত ৫ই ফ্রেব্রুয়ারী নুর বানু বিবি খড়গ্রাম স্বাস্থ্য কেন্দ্রে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ,এর পর বিকেলে কান্দী মহুকুমা হাসপাতালে স্থানান্তরিত করে দেয় ,যথারীতি রোগীর আত্মীয়রা কান্দী মহুকুমা হাসপাতালে নিয়ে যায় এবং প্রশূতি বিভাগের ডাক্তার আঃ রেজ্জাকের হাতে ভর্তি করে । ডাঃ আঃ রেজ্জাক সেই দিন রাতে চেক আপ করে এবং ঔষধ লিখে দিয়ে চলে যায় এবং সকালে কান্দী মহকুমা হাসপাতাল থেকে প্রসুতি মা নুর বানু বিবি কে ছেড়ে দেয় বাচ্চা হতে দেরী আছে বলে ।
রোগীর আত্মীয়রা প্রসুতি নুরবানু বিবি কে নিয়ে কান্দী হতে টুকটুকি করে বাড়ীর উদ্দেশ্যে যাত্রা করে । কান্দী থেকে কিছুদুর গিয়ে হরিপুরে আবার প্রসব বেদনা শুরু হয় এবং টুকটুকিতেই বাচ্চা প্রসব করেন নুরবানু বিবি (২৩) নামের ঐ মহিলা ।এর পর ঐ মহিলাকে আবার খড়গ্রাম গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন এবং বর্তমানে খড়গ্রাম হাসপাতালেই চিকিৎসাধীন।
এই নিয়ে এলাকার বাসিন্দাদের ক্ষোভ তাদের অভিযোগ এই রকম দায়সারা চিকিৎসা যদি মহকুমা হাসপাতালে হয় তাহলে গ্রামীণ হাসাপাতালে আদৌ কি সু চিকিৎসা সম্ভব ।
এর আগেও শেরপুরের এক প্রসুতি মাকে ছুটি দেয় ডাঃ আঃ রেজ্জাক এবং তারপরের দিন বহরমপুর মাতৃসদনে বাচ্চা প্রসব করেন ঐ প্রসুতি মা । এই বিষয়ে কান্দী মহূকুমা হাসপাতালে লিখিত অভিযোগ দায়ের করে রোগী আত্মীয়রা এবং বিভাগীয় তদন্তও হয় ডাঃ আঃ রেজ্জাকের বিরুদ্ধে এর পরোও একই ঘটনা বার বার ঘটে চলেছে কান্দী মহুকুমা হাসপাতালে ।
এই বিষয়ে রোগীর আত্মীয় লালন মিঞা বলেন” সঠিক তদন্দ হোক এবং আমার মতো এইরকম অসহায় অবস্থা যেন আর কারোও না হয় সেই ব্যাবস্থা যেন নেওয়া হয়”।