খুনের মামলায় যাবজ্জীবন কারাদন্ড কান্দী মহকুমা আদালতে
নিজস্ব সংবাদদাতা,কান্দী ,মুর্শিদাবাদ – তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যে জাহাঙ্গীর সেখ গত ইং ০৫.০৮.২০১৯ তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার কান্দি থানার অন্তর্গত গোসাইডোব এলাকায় কিছু দুস্কৃতি গুলি করে হত্যা করে, উক্ত ঘটনার পরিপেক্ষিতে কান্দি থানায় একটা কেস রেজিস্টার হয় তদন্তে নামে মুর্শিদাবাদ পুলিশ জেলার কান্দি থানার পুলিশ। তদন্তভার পান কান্দি থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ মেসের আলি, এই নারকীয় ঘটনার সুবিচার যাতে মৃতের পরিবার পায়, সে বিষয়ে তদন্তকারী অফিসার তো বটেই, মুর্শিদাবাদ পুলিশ জেলার বিশেষ টিম তদন্তের প্রাথমিক পর্যায় থেকেই অত্যন্ত সক্রিয় ছিল। সমস্ত সাক্ষ্যপ্রমাণ সংহত করে জমা দেওয়া হয় নিশ্ছিদ্র চার্জশিট। তারপর শুরু হয় ‘ট্রায়াল মনিটরিং’, বা বিচারপ্রক্রিয়া বিষয়ে সমন্বয়।মামলার বহুপ্রতীক্ষিত রায় বেরিয়েছে গত কাল মাননীয় আদালত অভিযুক্তদের কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন বিচারক ।
২০১৯ সালের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর সেখকে খুন করা হয় গুলি করে। সেই খুনের ঘটনায় অভিযোগ দায়ের করেন নিহতের দাদা সাবুসিদ্দিক আলম। এই ঘটনায় সৌদি আলি সহ মোট ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এখনও পর্যন্ত দুইজন ফেরার রয়েছেন। সৌদি আলি, মফিজুল সেখ, ইমামুল সেখ ও সেন্টু সেখকে গ্রেফতার করা হয়। মফিজুল সেখ, ইমামুল সেখ ও সেন্টু সেখকে বেকসুর খালাস দেওয়া হয়। মোট ২৪জনের সাক্ষ্য গ্রহণের পর সৌদি আলিকে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক তারকনাথ যাবজ্জীবন কারাদণ্ড, ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১বছরের কারাদন্ডের নির্দেশ দেন।