নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,কান্দী:-
ভোট পক্রিয়াকে স্বচ্ছ করতে মঙ্গলবার কান্দি রাজ কলেজে Electoral literacy club এর আয়োজনে একটি সেমিনার ও পদ যাত্রার আয়োজন করা হলো। এই পদ যাত্রায় পা মেলান কান্দি মহকুমা শাসক অভিক কুমার দাস ও কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিক নিলাঞ্জন মন্ডল ও Electoral literacy club এর সদস্যরা । এদিন ভোট পক্রিয়া কে স্বচ্ছ করতে বিভিন্ন ধরনের শ্লোগান লেখা পোস্টার হাতে পদ যাত্রা করা হয়। এর পাশাপাশি নতুন ভোটার দের vvpat এর মাধ্যমে ভোটদানের প্রশিক্ষণ দেওয়া হয়। মহকুমা শাসক অভিক কুমার দাস বলেন “আসন্ন লোকসভা ভোট পক্রিয়া যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সেই উদ্দেশ্যে আজকের এই প্রচার অভিযান। আজকে কান্দি রাজ কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সেমিনার করা হচ্ছে যাতে করে তারা সকল কে সচেতন করতে পারে গ্রামে বা শহরে বিভিন্ন প্রান্তে মানুষদের মধ্যে এই ভোট দান স্বচ্ছ করা যায়। এছাড়া আমরা প্রত্যেক বুথে বুথে প্রচার চালাবো যাতে কোন রাজনৈতিক দল কোন ভোটার কে ভয় দেখাতে না পারে, কোন ভোটার কে টাকা দিয়ে ভোট দিতে বাধ্য না করে। যদি সঠিক ভাবে মানুষের কাছে এই বার্তা পৌছোয় তাহলে ভোট পক্রিয়ায় স্বচ্ছতা আসবে।