নিউজ ডেস্ক,অয়ন বাংলা :-
বিহারের নওয়াদা আসনটি ছেড়ে দেওয়া হয়েছে এলজেপিকে বিজেপির পক্ষ থেকে। যে আসন থেকে গতবার নির্বাচিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর আসন নওয়াদা থেকে সরিয়ে তাঁকে বেগুসুরাই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবার কথা বলা হয়েছে। যেখানে জে এন ইউ প্রাক্তন ছাত্র সভাপতি কানহাইয়া কুমার লড়ছে। যা নিয়ে সোমবার প্রকাশ্যেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। নিজের ঘনিষ্ঠ মহলে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করবার ইচ্ছাও প্রকাশ করেছেন।
এবার বেগুসুরাই কেন্দ্র থেকে সম্মিলিত বিরোধী সমর্থনে সিপিআই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার।
এর আগে গত সপ্তাহেই গিরিরাজ সিং জানিয়েছিলেন তাঁকে নওয়াদা কেন্দ্রর বদলে অন্য কোনো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিলে তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াবেন। এক্ষেত্রে তাঁর বক্তব্য, আমি কেন বেগুসুরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো? কেন আরারিয়া থেকে নয়? আমাকে বেগুসুরাই পাঠানো হচ্ছে আমি ভূমিহার বলে।
বিহারের রাজনীতিতে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা মন্ত্রী গিরিরাজ সিং কি কানহাইয়ার বিরুদ্ধে লড়তে ভয় পাচ্ছে।