রাহুল রায়, অয়ন বাংলা ,পূর্ব বর্ধমানঃ- বাংলার লোক উৎসব কাটোয়ার কার্তিক লড়াই। কাটোয়ার কার্তিক লড়াই উপলক্ষে রেনেসাঁ ক্লাবে কার্তিক পূজো হচ্ছে। এবারে থিম হলো মহা কালি। মণ্ডপ খুলার আগেই মানুষের লম্বা লাইনের ভীড় দেখা গেলো। বিকেল ৫টায় মণ্ডপ খুলার কথা ছিল, বিকেল ৫টা বেজেগেলেও মণ্ডপ খুলা হয়নি। মণ্ডপে ঠাকুর দেখার জন্য ভীড় করছেন মানুষেরা। লম্বা লাইনে মধ্যে দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করছেন কখোন মণ্ডপটি খুলবে। সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। কার্তিক লড়াইকে আরও জমজমাট করে তুলতে অতীতে একাধিক উদ্যোগ নিয়েছে কাটোয়া পৌরসভা। গোটা বিষয়টি সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পুলিশ তৎপর।