ওয়েব ডেস্ক:- কাশ্মীরে ব্লক প্রশাসানের নিবাচনে ব্যাপক পরাজয় বি জে পির ।যদিও কংগ্রেস ও পি ডি পি কোন প্রার্থীও দেয় নি ,নির্বাচনে লড়েনি ।৩৭০ ধারা অনুচ্ছেদ উচ্ছেদের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো জম্মু-কাশ্মিরে। বিরোধীদের অভিযোগকে উড়িয়েই কার্যত জম্মু-কাশ্মীরের ব্লক উন্নয়ন পর্ষদ নির্বাচনের ঘোষণা করে কমিশন। ইতিমধ্যেই ২৪ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার নির্বাচন সম্পন্ন হয়। ফাঁকা ময়দানে গোল দেওয়ার চেষ্টা করেও কার্যত ব্যর্থ হলো বিজেপি।
৩০৭টি আসনের মধ্যে মাত্র ৮১টি আসনে জয়ী পেয়েছে বিজেপি। অন্যদিকে, ২১৭টি আসনেই জিতেছেন নির্দলরা।
জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ উচ্ছেদের পর কেন্দ্র সরকার যখন বারংবার
দেশে কাশ্মীর ইস্যু তুলে নিয়ে এসে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন ঠিক এই মুহূর্তে ব্লক উন্নয়ন পর্ষদের নির্বাচনের ফলাফলে স্বভাবতই চিন্তায় ফেলেছে বিজেপিকে।
উল্লেখ করা যেতে পারে, ৩৭০ ধারা উচ্ছেদের পর গৃহবন্দি হয়ে রয়েছেন কাশ্মীরের প্রথম সারির নেতৃবৃন্দ। এরই মাঝে নির্বাচনের ঘোষণাকে প্রহসন বলে আখ্যায়িত করে বিভিন্ন রাজনৈতিক দল। ব্লক উন্নয়ন পর্ষদের নির্বাচন বয়কটেরও ডাক দিয়েছিল ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং কংগ্রেস। এই সুযোগে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করে বিজেপি। যদিও সেই চেষ্টায় জল ঢেলে দেয় নির্দল প্রার্থীরা।