অয়ন বাংলা,নিউজ ডেস্ক:-কাশ্মীর নিয়ে উত্তাল রাজ্যসভা , রাজ্যসভায় বিবৃতি দিয়ে জম্মু-কাশ্মীরের ৩৭০ (৩) ধারা বাতিলের প্রস্তাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বিবৃতি অনুযায়ী, এই বিলের প্রস্তাব মতো এখন থেকে থাকছে না জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা, অর্থাৎ রাজ্যের ‘স্পেশ্যাল স্ট্যাটাস’ কেড়ে নেওয়া হল। এক্ষেত্রে রাষ্ট্রপতিকেও সুপারিশ করা হয়। একইসঙ্গে জানালেন, ৩৭০-এর সব ধারা আর প্রযোজ্য নয় কাশ্মীরে। এই বিবৃতির পরেই এককথায় উত্তাল হয়ে ওঠে সংসদ। বিরোধীরা কেন্দ্রীয় এই প্রস্তাবের তুমুল বিরোধিতা শুরু করেন।রাজ্যের তকমা হারাচ্ছে জম্মু-কাশ্মীর, কাশ্মীর সংশোধিত সংরক্ষণ বিল অনুযায়ী ঘটতে চলেছে এটাই। এককথায় ভাগ হয়ে যাচ্ছে উপত্যকা। পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু-কাশ্মীর, লাদাখ। এর ফলে জম্মু-কাশ্মীরে বিধানসভা থাকবে, লাদাখে থাকবে না।
কেন্দ্রের এই সিদ্ধান্তে হুলস্থুল পড়ে যায় রাজ্যসভায়। বিরোধিরা এর তীব্র বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে চরম বিক্ষোভের সুর তোলে।
‘৩৭০ ধারা দ্বারা জম্মু-কাশ্মীর দেশের সঙ্গে যুক্ত হয়েছিল। বহু মানুষের বলিদান রয়েছে উপত্যকাকে যুক্ত রাখার জন্য। আমরা দেশের সংবিধানের সঙ্গে আছি। বিজেপি দেশের সংবিধানকে হত্যা করছে।’
এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। এর পাল্টা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বলেন,
এই প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মন্তব্য করেন, ‘এটা গণতন্ত্রের কালো দিন’।