অয়ন বাংলা,নিউজ ডেস্ক:-সতেরো মাস আগে কাঠুয়া কান্ড নিয়ে গোটা দেশ উত্তাল হয়েছিল ,চারিদিকে প্রতিবাদের বন্যা ,সেই কালপ্রীট দোষীদের শাস্তি ঘোষণা হল। আজ কাঠুয়াকাণ্ডে দোষী সাব্যস্ত ছয় জন আসামীকেই সাজা শোনাল পাঠানকোটের বিশেষ আদালত। ৬ জন দোষী সাব্যস্তের মধ্যে ৩জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। বাকি ৩ জনের ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হল। কাঠুয়ার ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত পুলিস অফিসার দীপক খাজুরিয়া, পরবেশ কুমার এবং মন্দিরের পুরোহিত সঞ্জি রামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া, তথ্য প্রমাণ লোপাটের জন্য সুরেন্দর ভার্মা, তিলক রাজ এবং আনন্দ দত্তকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ শোনায় বিশেষ আদালত। ঘটনাটি ২০১৮ সালের জানুয়ারি মাসের। অভিযোগ ওঠে, জম্মু ও কাশ্মীরের কাঠুয়াতে এক নাবালিকাকে কয়েকদিন ধর্ষণের পর খুন করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনা সারা দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিল। গত বছর ৩০ মে আদালতে এই মামলার চার্জশিট পেশ করা হয়েছিল। গত ৬ জুন বিচার প্রক্রিয়া শেষ হয়। আজ সোমবার সেই মামলার রায় দিলেন পাঠানকোট আদালতের বিচারক। তবে দোষীদের মৃত্যুদন্ড না হওয়ায় আসিফার পরিবার কিছুটা হতাশ। এই রায়কে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করে প্রসিকিউশনের আইনজীবী ফারুকী খান বলেন, আমরা উচ্চ আদালতে আবেদন জানান। আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম। তিনি বলেন, “আমরা কিছুটা হতাশ। আমরা মৃত্যুদন্ডের দাবি জানাব … সম্ভবত, আমরা তার জন্য পরিকল্পনা করছি।” যেই দোষ করুক তার শাস্তি হোক।