রাহুল রায়,অয়ন বাংলা ,পূর্ব বর্ধমানঃ- আজ কাটোয়া পৌরসভার উদ্যোগে পৌর শিশু উদ্যানের শুভ উদ্বোধন হলো। পৌর শিশু উদ্যানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
শিশুদের খেলাধূলায় উৎসাহ দিতে পৌর শিশু উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো,আগামীদিনে কাটোয়া পৌরসভা আরোও সামাজিক উদ্যোগ গ্রহণ করবে বলে জানান পুরপ্রধান। উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল,রাজ্যের প্রাক্তন উপ মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সত্যব্রত বুট,জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল,সহ কাটোয়া পৌরসভার কাউন্সিলারা। কাটোয়া শহরবাসীরা উপস্থিত ছিলেন। পৌর শিশু উদ্যানটি ৪৫ লক্ষ টাকা বেয়ে তৈরি করা হয়েছে। পৌরসভার এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন শহরবাসীরা।