রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতি ও শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আজ শ্রীবাটী হাই স্কুল মাঠে পালিত হচ্ছে ২৩ তম জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন। ১৯ শে নভেম্বর জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হয়। সেই উপলক্ষে আজ কাটোয়া ২নং ব্লকের ২৩ তম জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হচ্ছে। এই উপলক্ষে গরু,ছাগল, মুরগি দেরকে বিশেষ টিকা করন করা হচ্ছে। পাশাপাশি জাতীয় গরু প্রদর্শনী করা হয়েছে। যারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের তাদেরকে পুরস্কৃত করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,কাটোয়ার ২নং ব্লকের জয়েন্ট বিডিও তুহিন মন্ডল,কাটোয়া ২নং ব্লকের বিএলডিও ডঃ জয়কিংকর মান্না,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান জগন্নাথ রুদ্র সহ প্রমুখ।
আজকে এই অনুষ্ঠান থেকে ১৫৩ জন প্রাণীপালকদের উন্নত মানের ৫ টি করে মুরগির বাচ্চা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে ছবি আঁকা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতাদের হাতে পুরস্কৃত তুলে দেওয়া হয়। পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য সচেতনতা শিবির আয়োজন করার কারণ গ্ৰামবংলায় পশু পালন অনেক কমে গেছে। যাতে করে মানুষকে সচেতন করে পশুপালন আরো বৃদ্ধি করা যায় সেই উদ্দেশ্যে এই ক্যাম্প করা হয়েছে কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী হাই স্কুল মাঠে। ব্লক প্রশাসন ও শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এই অনুষ্ঠান থেকে অনলাইন পোর্টাল নিউজে উদ্বোধন করা হলো।