বড়ুঞা হাসপাতালে খোলা হলো কভিড সহায়তা কেন্দ্র
জৈদুল সেখ, অয়ন বাংলা নিউজ (ABN )বড়ঞা:-
গত বছর লকডাউনের প্রথম দিক থেকেই বড়ুয়ার মানুষের দাবী ছিল যে দিনের পর দিন করোনা সংক্রমণের হার বাড়ছে, করোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কান্দি অথবা বহরমপুরে আসতে হয়। ফলে অসুবিধায় পড়তে হয় অনেকেই। তাই বড়ুয়া মানুষের সুবিধার কথা চিন্তা করে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর ও বড়ঞা ব্লকের যৌথ সহোযোগিতায় মঙ্গলবার বড়ুঞা হাসপাতালে উদ্ধোধন হলো কভিড সহায়তা কেন্দ্র।
লকডাইনের কঠিন এই পরিস্থিতিতে সাধারণ মানুষ করোনা সংক্রান্ত বিভিন্ন অসুবিধা নিয়ে যখন দিশেহারা, ঠিক তখনই বড়ুয়া মানুষের দীর্ঘদিনের দাবিতে চালু করা হলো কভিড সহায়তা কেন্দ্র। এই কাজে সহযোগিতা করেছেন সেচ্ছাসেবী সংস্থা সিনি। এদিন উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বড়ঞা ব্লকের বিডিও সাগর ঘোষ, স্থানিয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং ব্লক সভাপতি, মুখ্য সাস্থ আধিকারিক ও স্বাস্থ দপ্তরের কর্মিবৃন্দ সিনি’র সুপারভাইজার সম্বিত সিনহা। বিধায়ক জীবনকৃষ্ণ বলেন ” বড়ুঞা বিধানসভা মানুষকে করোনা সংক্রান্ত সমস্ত সুবিধা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে সচেতন করতে এই কভিড সহায়তা কেন্দ্র চালু করা হলো, আশাকরি মানুষ অনেক উপকৃত হবেন। “