অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- এই আধুনিক যুগেও একজন বিচারপতি যদি এই ভাবধারায় বিশ্বাসী হয় ,তাহলে দেশ যাবে কোন পথে। ব্রাহ্মণরা সর্বশ্রেষ্ঠ, সমস্ত শীর্ষপদ তাদেরই পাওয়া উচিত! না কোনও ধর্মগুরু বা ধর্মপ্রচারকের কথা নয়, এই কথা বলেছেন একজন বিচারপতি! আইনের রক্ষক একজনের থেকে এমন মতাদর্শ পেয়ে স্বভাবতই তাজ্জব দেশবাসী। কেরল হাইকোর্টের বিচারপতি ভি চিতাম্বরেশ এমন বিতর্কিত মন্তব্য করে এখন সংবাদ শিরোনামে।
বিচারপতির মতে, শাস্ত্রে বলা আছে ব্রাহ্মণরা দু’বার জন্ম নেন। তাই আধুনিক সমাজে তারা সমস্ত ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য। সমস্ত শীর্ষপদও ব্রাহ্মণদের জন্যই ছেড়ে দেওয়া উচিত। এর যুক্তি দিয়ে বিচারপতি বলেন, পূর্বজন্মের পূণ্যের ফলে দু’বার জন্মানোর সুযোগ পান ব্রাহ্মণরা। একজন ব্রাহ্মণের চরিত্রের বেশ কিছু গুণ আছে। পরিচ্ছন্নতা, উচ্ছাকাঙ্ক্ষা, দৃঢ় চরিত্র, মূলত নিরামিষাশী। একজন ব্রাহ্মণের মধ্যে সেই সব গুণ থাকে যা একজনের মধ্যে থাকা সম্ভব। সেই কারণের সকল কাজে অগ্রণী ভূমিকা থাকা উচিত একমাত্র ব্রাহ্মণেরই!
এখানেই থামেননি কেরল হাইকোর্টের বিচারপতি। মন্তব্য করেন, জাত ভিত্তিক সংরক্ষণ নয়, সংরক্ষণ করা উচিত ব্রাহ্মণদের। কারণ ব্রাহ্মণরা কখনও সাম্প্রদায়িক হয় না, তাঁরা মানুষকে ভালোবাসে, অহিংসায় বিশ্বাস করে। এছাড়াও ব্রাহ্মণরা সমস্ত ভাল কাজে মুক্তহস্তে দান করে। প্রসঙ্গত, গত ১৯ জুলাই কোচিতে অনুষ্ঠিত হয়েছে তামিল ব্রাহ্মণ গ্লোবাল মিটিং-এর মঞ্চে বক্তব্য রাখতে গিয়েই এমন বিতর্কিত মন্তব্য করে বসেন কেরলের বিচারপতি।