ওয়াকাফ বিলের প্রতিবাদে জমিয়তের মহা সমাবেশে স্তব্ধ শহর কলকাতা
জাকির সেখ ,অয়ন বাংলা ,কোলকাতা – প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল সহ একাধিক ইস্যুতে জমিয়তের মহা সমাবেশে স্তব্ধ শহর কলকাতা।
বৃহস্পতিবার প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার, প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি, প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে নিন্দা মন্দ বন্ধ করার দাবি, জাতীয় সংহতি ও ঐক্যকে সুদৃঢ় করার দাবি সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার ডাকে মহা সমাবেশ অনুষ্ঠিত হল কলকাতায়। সভায় সভাপতিত্ব করেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব। এদিনের সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ জমিয়তের কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে শহর কলকাতাকে স্তব্ধ করে দেয়। সভাস্থল ও তার পার্শ্ববর্তী ময়দানে জায়গা না পেয়ে হাজার হাজার জমিয়ত সমার্থকদের ফিরে যেতে হয়। সভায় বক্তব্য রাখেন মাওলানা সিদ্দীকুল্লা চৌধুরী, আহমাদ হাসান ইমরান, মুফতি আব্দুস সালাম, মাওলানা মঞ্জুর আলম, পীরজাদা ত্বহা সিদ্দিকী, পীরজাদা খুবাইব সিদ্দিকী, মাওলানা আবুল কাসেম, ক্বারী ফজলুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলী, মুফতি ইব্রাহিম কাসেমী, মাওলানা বদরুল আলম, মুফতি ইমদাদুল ইসলাম, ক্বাজী আরিফ রেজা, হাফেজ নজরুল ইসলাম, মুফতি মইদুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন মাওলানা আরশাদ আলী খান, মুফতি লিয়াকত আলী, মাওলানা আরিফুল্লাহ চৌধুরী- প্রত্যেক জেলার সভাপতি ও সম্পাদকেরা।