কোলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল এ লেখনী সাহিত্য চর্চা কেন্দ্রের সাহিত্য সম্মেলন, বই প্রকাশ ও গুণীজন সংর্বদ্ধনা
নিজস্ব সংবাদদাতা কোলকাতা:- রবিবার (২৭/১১/২২)কোলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল এ লেখনী সাহিত্য পরিবার কেন্দ্র কর্তৃক পরমাণু সম্মেলন ও শারদীয় মহামিলন উৎসব ১৪২৯ সকাল ১১টা থেকে শুরু হয়।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শ্রীজা রায়।বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন শুকুর আলী মল্লিক, পিনাকী বসু,সঞ্জয় কুমার মুখোপাধ্যায়,সৌমেন চৌধুরী,সুশান্ত ঘোষ, অভিজিৎ দত্ত ও শ্যামল মিশ্র। বক্তব্য, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।অনুষ্ঠানে বই প্রকাশ ও গুণীজনদের সংর্বদ্ধনাজ্ঞাপন করা হয়।এছাড়া একক বই এর জন্য বাসুদেব বাগ স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীপ্রসাদ দাশগুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য লেখনী সাহিত্য চর্চা কেন্দ্র এর সম্পাদক রঞ্জিত কুমার পড়িয়া সকলকে ধন্যবাদ জানান।