নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,দক্ষিণ দিনাজপুর:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বিডিও অফিস প্রাঙ্গনে কুশমন্ডি ব্লকের সমস্ত আশা কর্মীদের নীয়ে জুরুরি আলোচনা সভা করা হয়ে এদিন পাশাপাশি ২১ হাজার তিনশচৌতিরিশ জন সাধারণ মানুষের হাতে রেশন কুপন তুলে দেওয়া হবে যা আগমি ছয় মাস ফ্রী তে রেশন পাবেন বলে জানান কুশমন্ডি ব্লকের বিডিও সৈপা লামা। এদিনি উপস্তিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও সৈপা লামা, কুশমন্ডি গ্ৰামিন হাসপাতালে বি এম এইজ অমিত দাস , কুশমন্ডি ব্লকের যুগ্ম বিডিও সৌহম চৌধুরী , হুমায়ুন কবির সহ প্রমুখ। এদিন কুশমন্ডি ব্লকে প্রতিটি বাড়িতে বাড়িতে ভিজিট করবেন অঙ্গনারী কর্মীরা ও আশা কর্মীরা যেই সমস্ত পরিবারের একটা রেশন কাড নেই তাদের হাতে তুলে দেওয়া হবে রেশন কুপন । আর যাদের ডিজিটাল রেশন কাড আছে অথচ রেশন পাচ্ছেন না তাদের বিষয়ে টা খ্যাতিয়ে দেখছেন খাদ্য দপ্তর । এই বিষয়ে এক আশা কর্মী জানান আজ আমাদের কুশমন্ডি ব্লকে জুরুরি আলোচনা সভা করা হয়ে ২১ হাজার তিনশো চৌত্রিশ রেশন কুপন দেন এবং যাদের ডিজিটাল কাড হয়েনি সেই সমস্ত রেশন গ্ৰাহকের হাতে তুলে দিতে নির্দেশ দেন কুশমন্ডি ব্লক প্রশাসন।।।।