লালগোলা কৃষ্ণপুর গ্ৰামিন হাসপাতালে পরিস্কার অভিযান
অয়ন বাংলা রিপোর্টার:মিয়াদাদ হোসেন ,লালগোলা:-
লালগোলা বাসি কাছে কৃষ্ণপুর গ্ৰামিন হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।দিবা-রাত্রি রোগীর পরিসেবা করে থাকেন ।অনেক মানুষের জীবন বাঁচাতে এ হাসপাতালে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে ।দূর-দৃরান্ত গ্ৰাম বাসিরা রোগীর সুস্থতা কামনা জন্য ছুটে আসে কৃষ্ণপুর গ্ৰামিন হাসপাতালে ।আগে থেকে অনেক বেড় ,ও নতুন বিন্ডিং বাড়লেও ,হাসপাতালে পরিবেশ যথেষ্ট পরিমাণে খারাপ লক্ষ্য করা যাচ্ছে । এ নিয়ে এলাকায় ক্ষোভ-বিক্ষোভ অভিমান অভিযোগ রয়েছে। হাসপাতাল রোগীর বেড়ে নিচে কুকুর, ছাগল শুয়ে থাকে ,এমনো অভিযোগ করছেন কিছু কিছু রোগীর আত্মীয় স্বজন ।দীর্ঘদিন ধরে হাসপাতালে পরিবেশ নিয়ে নানা অভিযোগ রয়েছে হাসপাতালে কৃতীপক্ষে বিরুদ্ধে।হাসপাতালে পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর ছোয়া ‘এর উদ্যোগে পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান ।বিশিষ্ট সামাজসেবী আনোয়ার হোসেন বলছেন এক বষা তার উপর বিভিন্ন মশা-মাছি উপদ্রব হাত থেকে রক্ষা জন্য পরিস্কার অভিযান ।রাজীব বন্দোপাধ্যায় বলেন ,আগে আমরা দেখেছি হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন থাকতো ,বতর্মানে দেখছি অনেক নাংরা আবজর্না পড়ে রয়েছে ।তা দেখে আমরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করি ।এলাকা বাসি সঠিক চিকিৎসা ও হাসপাতাল পরিবেশ বজায় রাখার জন্য, “আলোর ছায়ো’ স্বেচ্ছাসেবী সংগঠনের ছোট্ট প্রয়াস । আগামী দিনে আমরা কৃষ্ণপুর গ্ৰামিন হাসপাতালে সুস্থ পরিবেশ কামনা করছি ।
অয়ন বাংলা রিপোর্টার:মিয়াদাদ হোসেন ,লালগোলা:-
লালগোলা বাসির কাছে কৃষ্ণপুর গ্ৰামীণ হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।দিবা-রাত্রি রোগীর পরিষেবা দিয়ে থাকেন ।অনেক মানুষের জীবন বাঁচাতে এ হাসপাতালে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে ।দূর-দৃরান্ত গ্ৰাম বাসিরা রোগীর সুস্থতার জন্য ছুটে আসে কৃষ্ণপুর গ্ৰামীণ হাসপাতালে ।আগে থেকে অনেক বেড় ,ও নতুন বিন্ডিং বাড়লেও ,হাসপাতালে পরিবেশ যথেষ্ট পরিমাণে খারাপ লক্ষ্য করা যাচ্ছে । এ নিয়ে এলাকায় ক্ষোভ-বিক্ষোভ অভিমান অভিযোগ রয়েছে। হাসপাতাল রোগীর বেডের নিচে কুকুর, ছাগল শুয়ে থাকে ,এমনো অভিযোগ করছেন কিছু কিছু রোগীর আত্মীয় স্বজন ।দীর্ঘদিন ধরে হাসপাতালে পরিবেশ নিয়ে নানা অভিযোগ রয়েছে হাসপাতালে কর্তপক্ষের বিরুদ্ধে।হাসপাতালে পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর ছোয়া ‘এর উদ্যোগে পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান ।বিশিষ্ট সামাজসেবী আনোয়ার হোসেন বলছেন একে বর্ষা তার উপর বিভিন্ন মশা-মাছি উপদ্রব হাত থেকে রক্ষা জন্য পরিস্কার অভিযান ।রাজীব বন্দোপাধ্যায় বলেন ,আগে আমরা দেখেছি হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন থাকতো ,বতর্মানে দেখছি অনেক নোংরা আবজর্না পড়ে রয়েছে ।তা দেখে আমরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করি ।এলাকা বাসি সঠিক চিকিৎসা ও হাসপাতাল পরিবেশ বজায় রাখার জন্য, “আলোর ছায়ো’ স্বেচ্ছাসেবী সংগঠনের ছোট্ট প্রয়াস । আগামী দিনে আমরা কৃষ্ণপুর গ্ৰামীণ হাসপাতালে সুস্থ পরিবেশ কামনা করছি ।