নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ-
গেরুয়া এবং হাত শিবিরে দলত্যাগের হিড়িক চলছিলই। সাম্প্রতিক কালে বিজেপি-কংগ্রেস ছেড়ে করে তৃণমূলে যোগ দিচ্ছেন বহু কর্মী-সমর্থকই। এবার ভাঙন বাম শিবিরেও। এবার তৃণমূলে যোগদান করলেন এসএফআইয়ের জেলা সভাপতি জোসেফ হোসেন।
এছাড়াও ফারাক্কা ব্লকের সিপিএম নেতা অরুণাময় দাস ও আবদুস সালাম তৃণমূলে যোগদান করেন। মঙ্গলবার বহরমপুর এ তৃণমূল নেতা সুব্রত সুব্রত সাহা ও সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলের এই যোগদান করেন।
মুর্শিদাবাদে দলবদল অব্যাহত। ফের আজ মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বাম নেতা কর্মীরা।
দল বদলের পর জোসেফ হোসেন।
তবে এদিনের যোগদান পর্বের প্রধান মুখ ছিল এসএফআই -এর মুর্শিদাবাদ জেলা সভাপতি জোসেফ হোসেন। তার সাথে এদিন যোগ দেন আরও বেশ কিছু নেতা ও কর্মী সমর্থকরা।
এসএফআই থেকে তৃণমূলে যোগদান করা প্রসঙ্গে জোসেফ বলেন, বিজেপিকে রুখতে তৃণমূল একমাত্র দল। সেই কারণেই আমরা তৃণমূলে যোগদান করলাম। তৃণমূল নেতা সৌমিক হোসেন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই সকলে আসছেন। বিধানসভা ভোটের আগে দল এর ফলে অনেক শক্তিশালী হবে।
তিনি আরোও বলেন , “সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আগামীতে তৃণমূলের হয়েই কাজ করব।”
জেলার কোঅর্ডিনেটর সৌমিক হোসেন দলে নতুন পদ পাওয়ার পরই জেলার রাজনৈতিক দলবদল হতে শুরু।